Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

‘বাংলাদেশে অস্থিরতার নেপথ্যে ভারত’, গদি হারানোর শঙ্কায় দিল্লিকে নিশানা ইউনুসের

ইউনুসের স্বেচ্ছাচারিতায় সংকটের কালো মেঘ বাংলাদেশে।

Yunus believes Bangladesh crisis product of conspiracy of India
Published by: Amit Kumar Das
  • Posted:May 26, 2025 2:36 pm
  • Updated:May 26, 2025 2:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক সংকটের নেপথ্যে ভারত! অস্থির বাংলাদেশে গদিচ্যুত হওয়ার আশঙ্কায় এবার ভারতের দিকে অভিযোগের আঙুল তুললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। রবিবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সহ ভারত বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে ইউনুস জানালেন, ‘ভারতের আধিপত্য শেষ হওয়ায় রাজনৈতিকভাবে বাংলাদেশকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত।’ এই ষড়যন্ত্র রুখে দিতে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। রবিবারের বৈঠক শেষে ইউনুসের এই বয়ান সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন নাগরিক ঐক্য সংগঠনের প্রধান মাহমুদুর রহমান মান্নান।

Advertisement

প্রধান উপদ্বেষ্টা মহম্মদ ইউনুসের স্বেচ্ছাচারিতায় সংকটের কালো মেঘ বাংলাদেশে। নির্বাচন এড়িয়ে একনায়কের মতো চেয়ার দখল করে রাখা ইউনুসের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে বিএনপি-সহ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল। প্রবল চাপের মুখে উপদ্বেষ্টা প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার বার্তা দিয়েও পিছু হঠেছেন ইউনুস। বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে এই ইস্যুতে দফায় দফায় বৈঠক করেন তিনি। সেখানেই ভারতের বিরুদ্ধে আঙুল তুলে ইউনুস বলেন, “শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না দিল্লি। ভারতের আধিপত্যবাদ শেষ হওয়ায় নতুন করে বাংলাদেশে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে তারা। ওরা বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দিল্লিকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ আর কখনও ভারতের গোলামি করবে না।”

পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, “দেশে নির্বাচন হওয়ার আগে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার ব্যাপক ষড়যন্ত্র শুরু হয়েছে।” আসলে সম্প্রতি আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনুস সরকার। এই ঘটনায় ইউনুসের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সরব হয়েছে সেখানকার জনগণ। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ইউনুসের এই পদক্ষেপকে ভালো চোখে দেখছেন না। আশঙ্কা করা হচ্ছে, মৌলবাদকে অস্ত্র করে বাংলাদেশকে করায়ত্ব করার ঘৃণ্য ষড়যন্ত্র চালাচ্ছে এই উপদেষ্টা সরকার।

ইউনুসের এই ষড়যন্ত্র রুখে দিতে সোচ্চার হয়েছেন সেখানকার সাধারণ নাগরিক ও রাজনৈতিক দলগুলি। চাপের মুখে উঠেছে ইউনুসের পদত্যাগের দাবি। এই পরিস্থিতিতে পুরনো অঙ্কে ভারত বিদ্বেষের আগুনে হাওয়া দিয়ে ফের গদি আঁকড়ে রাখতে মরিয়া বাংলাদেশের মৌলবাদী সাম্রাজ্যের প্রতিনিধি মহম্মদ ইউনুস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ