Advertisement
Advertisement
Kalyani

কল্যাণীতে হদিশ জাল রেশন-আধার-ভোটার কার্ড বানানোর চক্রের! গ্রেপ্তার ১

৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

1 arrested for making fake Aadhar and Voter card from Kalyani

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 28, 2025 12:51 pm
  • Updated:September 28, 2025 12:55 pm   

সুবীর দাস, কল্যাণী: ফের জাল ভোটার, রেশন, আধার কার্ড চক্রের হদিশ! অভিযান চালিয়ে বাড়ি থেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গয়েশপুর পুলিশ ফাঁড়ি। ধৃতের বাড়ি থেকে একাধিক রেশন, আধার ও ভোটার কার্ড উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement

ধৃতের নাম সুমন কল্যাণ বালা। বয়স ৪৮। তিনি কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকার বাসিন্দা। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে অভিযান চালায় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক ভুয়ো পরিচয়পত্র। তারপরই সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের চোখে ধুলো দিয়ে জাল আধার এবং ভোটার কার্ড তৈরি করা হচ্ছিল। অবৈধভাবে গোপনে চলছিল এই কাজ। মোটা টাকার বিনিময়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়া হত বলে অভিযোগ। সেই খবর পেয়ে শনিবার ধৃতের বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী।

উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে এই চক্র চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যার মধ্যে একজন বেসরকারি ব্য়াঙ্কের কর্মীও ছিলেন। তাঁদের থেকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, প্রিন্টার ও একাধিক মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ। এবার কল্যাণী থেকে গ্রেপ্তার করা হল একজনকে। ধৃত ব্যক্তির সঙ্গে আরও কারও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ