বক্তব্য রাখছেন তৃণমূল বিধায়ক। নিজস্ব চিত্র
দেবব্রত মণ্ডল, বারুইপুর: আগামী বিধানসভা ভোটে বেশি লিড দিতে পারলেই মিলবে পুরষ্কার। সেই পুরষ্কারে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানও আছে। এমনই বিতর্কিত ঘোষণা করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। এই বক্তব্যের পরেই জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। রবিবার রায়বাঘিনী হাইস্কুলে দলের তরফে একটি কর্মী সভার আয়োজন হয়েছিল। সেখানেই এই মন্তব্য করেছেন তৃণমূল নেতৃত্ব।
আগামী বছর ২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। সেই ভোটের প্রস্তুতি শুরু করেছে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও প্রস্তুতি নিছেন নেতৃত্ব ও কর্মীরা। আর সেই আবহেই এই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিধায়ক। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, “যে পঞ্চায়েত আগামী বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি ভোটে লিড দেবে, তাঁকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যে পঞ্চায়েত দ্বিতীয় হবে তাঁকে ৭৫ হাজার টাকা এবং তৃতীয় হলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।” তিনি আরও বলেন, “যে বুথ সব থেকে ভালো ফলাফল করবে, সেই বুথের সভাপতিকে পুরস্কৃত করা হবে। এবং তা দেওয়া হবে গণনার দিন।”
কীভাবে এভাবে ভোটে জিততে পুরস্কার ঘোষণা করা হতে পারে? সেই প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে কথা বলতে চাননি অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ ঋতব্রত ভট্টাচার্য, ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। এছাড়াও ছিলেন দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শিলাদিত্য রায়, মাতলা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না দাস-সহ অন্যান্য নেতৃত্ব। এখন থেকে প্রতিটি এলাকায় নিয়ম করে সভা করার নির্দেশ দেওয়া হয়েছে বিধায়কের তরফ থেকে। প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে এবং বুথ স্তরে এই সভা অনুষ্ঠিত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.