Advertisement
Advertisement
Ghatal Master Plan

ঘাটাল মাস্টার প্ল্যানে ৫ স্লুইস গেট নির্মাণে ১০ কোটি, দু’টি পাম্প হাউসের জায়গা চিহ্নিত

আরও একধাপ এগোল সেচ দপ্তর।

10 crore for construction of 5 sluice gates in Ghatal Master Plan

ফাইল ছবি

Published by: Suhrid Das
  • Posted:February 8, 2025 2:02 pm
  • Updated:February 8, 2025 2:05 pm   

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: আরও একধাপ এগোল ঘাটাল মাস্টার প্ল‌্যান। চলতি মাসেই নতুন করে ঘাটাল মাস্টার প্ল‌্যানের শিলান‌্যাস হতে চলেছে বলে আগেই ঘোষণা করেছে সেচ দপ্তর। তার আগেই পাঁচটি স্লুইস গেট নির্মাণের ছাড়পত্র দিল রাজ‌্য সরকার। বরাদ্দ করা হয়েছে সাড়ে ১০ কোটি টাকাও। জেলা সেচ দপ্তর সূত্রে খবর, পাঁচটি স্লুইস গেট নির্মাণের টেন্ডার প্রসেস শেষ করে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গিয়েছে।

Advertisement

অন‌্যদিকে, ঘাটাল শহরে দু’টি মেগা পাম্প হাউস বসানোর জন‌্য টেন্ডার প্রসেস শুরু হয়ে গিয়েছে। সেচ দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, সেচমন্ত্রী মানস ভুঁইয়ার নির্দেশ মতো পাঁচটি সাব কমিটিও গঠন করা হয়েছে। ফলে ঘাটাল মাস্টার প্ল‌্যান রূপায়ণে আরও একধাপ এগোল সেচ দপ্তর। রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “প্রথম দফার কাজগুলি অনেকটাই এগিয়েছে। চলতি মাসেই ঘাটাল মাস্টার প্ল‌্যানের শিলান‌্যাস করা হবে। মুখ‌্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে দিনক্ষণ।”

২১ জানুয়ারি ঘাটাল মহকুমা শাসকের চেম্বারে ঘাটাল মাস্টার প্ল‌্যান রূপায়ণের জন‌্য গঠিত মনিটারিং কমিটির প্রথম বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। তারপরই দ্রুত এগোতে থাকে মাস্টার প্ল‌্যানের কাজ। জেলার কৃষি ও সেচ কর্মাধ‌্যক্ষ আশিস হুতাইত বলেন, “ঘাটাল মাস্টার প্ল‌্যানের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। পাঁচ জায়গায় পাঁচটি নতুন স্লুইস গেট তৈরি হচ্ছে। টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার ইস‌্যু হয়ে গিয়েছে। দু’টি পাম্প হাউসের জায়গা চিহ্নিত হয়ে টেন্ডার প্রসেস শুরু হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “জমিদাতাদের সঙ্গে আলোচনার জন‌্য পাঁচটি সাব কমিটি গঠনও হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সাব কমিটি কাজ শুরু করে দেবে।”

ঘাটাল মহকুমা সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘাটাল মাস্টার প্ল‌্যানে থাকা চেতুয়া সার্কিট এলাকায় দাসপুরের রানিচক, কুমারচক, কৈজুড়ি, জোতকানুরামগড় ও ঘাটালের কাটান এলাকায় নতুন করে স্লইস গেট বসছে। রানিচক ও জোতকানুরামগড়ে স্লুইস গেটে থাকছে চারটি ভ‌্যান ও বাকি তিনটি যথাক্রমে কুমারচক, কৈজুড়ি ও কাটান স্লুইস গেটে থাকছে তিনটি করে ভ‌্যান। পাঁচটি নতুন স্লুইস গেট নির্মাণের জন‌্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ‌্য সেচ দপ্তর। ওয়ার্ক অর্ডার ইস‌্যু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হতে চলেছে।

ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল বলেন, “চলতি বছরের বর্ষার আগেই স্লুইস গেটগুলির নির্মাণ কাজ শেষ করা হবে।” পাঁচটি স্লুইস গেট নির্মাণের মধ‌্য দিয়ে কার্যত ঘাটাল মাস্টার প্ল‌্যানের কাজ শুরু হতে চলেছে বলে দাবি সেচ দপ্তরের। তবে তার আগে আনুষ্ঠানিক সূচনা করা হবে বলে সেচ দপ্তর সূত্রে খবর। এদিকে, সংশোধিত মাস্টার প্ল‌্যানে শিলাবতী নদীর সঙ্গে দাসপুরে বৈকুন্ঠপুরে চন্দ্রেশ্বর খালের সঙ্গে সংযুক্তির জন‌্য খাল কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন‌্য প্রায় ছয়শো বিঘা জমির প্রয়োজন।

এছাড়া প্রকল্পের জন‌্য আরও জমির প্রয়োজন। সেই জমির মালিকদের সঙ্গে আলোচনার জন‌্য পাঁচটি সাব কমিটিও গঠন করা হয়েছে। এই সাব কমিটিতে রয়েছেন মহকুমা শাসক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের কৃষি আধিকারিক, ভূমি আধিকারিক, সেচ দপ্তরের আধিকারিক, সেচ কর্মাধ‌্যক্ষ, সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান। পুর এলাকায় একইভাবে সাব কমিটি গঠন করা হয়েছে। আশিসবাবু বলেন, “সাব কমিটিগুলি শীঘ্রই কাজ শুরু করে দেবে। আলোচনা চলছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ