Advertisement
Advertisement
Digha

দিঘায় রথযাত্রায় ২ লক্ষ ভক্ত সমাগম! ভিড় সামলাতে কলকাতা থেকেও যাচ্ছেন পুলিশের ট্রাফিক সার্জেন্টরা

রথযাত্রায় প্রচুর বিদেশিও থাকবেন বলে খবর।

10 personnel from Kolkata Police will be deployed in Digha RathYatra
Published by: Suhrid Das
  • Posted:June 25, 2025 12:25 pm
  • Updated:June 25, 2025 12:25 pm   

অর্ণব আইচ: আগামী পরশু রথযাত্রা উৎসব। সেজে উঠেছে সৈকত শহর। দিঘার মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে দিঘায়। সেজন্য নিরাপত্তার কড়াকড়িও থাকছে। রথযাত্রা উৎসবে ভক্তদের ভিড় সামাল দিতে দিঘায় থাকছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা। লালবাজার সূত্রে সেই কথা জানা গিয়েছে।

Advertisement

মহানগরের ট্রাফিক ব্যবস্থা বরাবরই দক্ষ হাতে নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। দিঘায় রথযাত্রা উপলক্ষে ২ লক্ষ ভক্ত সমাগম হতে পারে। সেই কথা অনুমান করছে প্রশাসন। যানজট হওয়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। ভক্তদের ভিড় সামলাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ১০ জন সার্জেন্টকে দিঘায় পাঠানো হয়েছে। আজ ২৫ জুন ওই ১০ জন সার্জেন্ট দিঘায় যাবেন। আগামী ২৭ জুন পর্যন্ত তাঁরা দিঘায় ডিউটি করবেন বলে খবর। যে মোটরবাইক তাঁরা ব্যবহার করেন, সেগুলিও সঙ্গে থাকছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে তাঁরা রিপোর্ট করবেন।

আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা যাচ্ছেন। বৃহস্পতিবার অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। শুক্রবার সৈকত শহর দিঘায় প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী রথের দিন সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার পরে রথের চাকা গড়াবে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যাবেন দিঘার পুরনো মন্দিরে মাসিরবাড়ি। মুখ্যমন্ত্রী দিঘায় থাকবেন। তাঁর নিরাপত্তার জন্য কড়াকড়িও থাকছে। দিঘার জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, “ইতিমধ্যেই নবান্নে দিঘার রথযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তাতে আমরাও ছিলাম। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে গিয়ে সরেজমিনে নিরাপত্তা পরিস্থিতি দেখে এসেছেন। রথে দু’লক্ষের বেশি জনসমাগম হওয়ার কথা। থাকবেন প্রচুর বিদেশিও।”

উদ্বোধনের পর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়ছে ভিড়। এখনও পর্যন্ত মন্দিরে ৩০ লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে। মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে। সৈকত শহরের পাশাপাশি জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ