Advertisement
Advertisement

Breaking News

Nadia

সীমান্ত পেরিয়ে গা ঢাকা দিয়েছিল, নদিয়া ও বনগাঁয় গ্রেপ্তার ১২ বাংলাদেশি অনুপ্রবেশকারী

বড় সাফল্য জেলা পুলিশের।

12 Bangladeshi infiltrators arrested in Nadia and Bangaon

নদিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:May 10, 2025 5:12 pm
  • Updated:May 10, 2025 5:12 pm  

সঞ্জিত ঘোষ ও জ্যোতি চক্রবর্তী: ফের সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য। নদিয়ার ধানতলা এলাকায় গ্রেপ্তার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বনগাঁয় বাগদায় সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার আরও পাঁচজন অনুপ্রবেশকারী। ধৃতদের আজ শনিবার আদালতে তোলা হয়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ চলছে। পাকিস্তানের হামলার প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা। সীমান্ত এলাকায় জোরালো নিরাপত্তা রয়েছে। সেই আবহে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাতেও চলছে কড়া নজরদারি। পুলিশ প্রশাসনও এলাকায় করা নজর রাখছে। গত বেশ কয়েক দিন ধরেই নদিয়ার একাধিক সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। ফের পুলিশের হাতে গ্রেপ্তার অনুপ্রবেশকারী।

নদিয়ার ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই ৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, গতকাল শুক্রবার রাতে ধানতলা থানার দত্তপুলিয়া এলাকায় ঘোরাঘুরি করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, তারা কয়েক মাস আগে সীমান্ত পেরিয়ে দালালের সাহায্যে অনুপ্রবেশ করেছিল নদিয়ায়। এরপর একাধিক রাজ্যতে গিয়ে কাজ শুরু করেছিল। যুদ্ধ আবহে তারা ফের বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিল। সেই মোতাবেক গতকাল রাতে ধানতলার সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশ ফেরার চেষ্টায় ছিল। প্রাথমিক জেরায় এই তথ্য পাওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের আজ শনিবার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বাগদার পুরদহ চ্যাঙ্গা বটতলা এলাকা থেকে শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের৷ পাঁচ অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। টহলরত পুলিশকর্মীদের তাদের দেখে সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতে কথায় একাধিক অসঙ্গতি পাওয়া যায়। তাদের সঙ্গে কোনও ভারতীয় পরিচয়পত্রও পাওয়া যায়নি। পরে জানা যায়, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশের নড়াইল বাঘেরহাট-সহ একাধিক জেলার বাসিন্দা তারা। চোরাপথে সীমান্ত পেরিয়ে গুজরাটে গিয়ে তারা কাজ করছিল। বর্তমান পরিস্থিতিতে দালালদের সাহায্যে বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিল। তখনই তাদের গ্রেপ্তার করা হল। ঘটনায় তিনজন দালালকেও পাকড়াও করা হয়েছে। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement