Advertisement
Advertisement
Lake Town

বাজি পোড়ানোর প্রতিবাদ করায় শ্লীলতাহানির ‘মিথ্যা’ মামলা, বাবার অসম্মানে আত্মঘাতী ১২ বছরের মেয়ে!

১ মাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি বাবা।

12 years old girl found dead in home in Lake Town

লেকটাউনে উত্তেজনা। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:December 3, 2024 5:32 pm
  • Updated:December 3, 2024 5:32 pm  

বিধান নস্কর, বিধাননগর: শ্লীলতাহানির ‘মিথ্যা’ মামলায় জেলে বাবা! সেই অপমানে আত্মঘাতী ১২ বছরের মেয়ে। এই ঘটনায় লেকটাউন দক্ষিণদাড়িতে দেহ আটকে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

অভিযোগ, কালীপুজোর রাতে বাজি ফাটানো ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণদাড়ি এলাকায়। প্রতিবেশীদের বাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন বিরজু সাউ। ‘বদলা’ নিতে বিরজুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিল প্রতিবেশী পরিবার। অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে লেকটাউন থানার পুলিশ। বিরজুর পরিবার বার বার দাবি করেছিলেন, আগে তদন্ত হোক, তার পর গ্রেপ্তার করবেন। তাতে কর্ণপাত করেনি পুলিশ। ফলস্বরূপ গত ১ মাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি তিনি।

 

 

পরিবারের অভিযোগ, এই ঘটনার পর থেকে অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন বিরজু সাউয়ের ১২ বছরের মেয়ে। আজ, মঙ্গলবার স্কুলে তার শেষ পরীক্ষা ছিল। ফিরে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার এবং স্থানীয়দের দাবি, পুলিশ যতক্ষণ না পর্যন্ত ওই ঘটনার সঠিক তদন্ত করবে ততক্ষণ দেহ ছাড়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement