সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) আতঙ্কের মাঝেই কিছুটা হলেও স্বস্তি মিলল রাজ্যবাসীর। শেষ ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। অর্থাৎ গতকালের তুলনায় কিছুটা হলেও কমেছে আক্রান্তের হার। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ২৫২ জন। এদের মধ্যে কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের।
করোনা আতঙ্কে কার্যত স্তব্ধ দেশ। চলছে চতুর্থ দফার লকডাউন। এত সতর্কতা সত্ত্বেও রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ছুঁইছুঁই। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৬১। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭৪ আক্রান্ত। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮ জন। এখনও পর্যন্ত স্যাম্পল টেস্ট হয়েছে ১, ০২, ২৮২ জনের। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় কিছুটা স্বস্তিতে রাজ্য। তবে উদ্বেগ থাকছেই। দ্রুত পরিস্থিতি আয়ত্তে আসার অপেক্ষায় রাজ্যবাসী।
136 new positive cases have been reported in West Bengal today. The total number of cases in the state is now at 2,961, including 178 deaths. 72 deaths also occurred due to comorbidity: West Bengal Health Department
— ANI (@ANI)
প্রসঙ্গত, চতুর্থ লকডাউনের মাঝেই আর্থিক সংকটের কথা চিন্তা করে বেশ কিছু দিকে ছাড় দিয়েছে রাজ্য। ২১ তারিখ থেকে খুলবে বেশ কিছু দোকানপাট। ২৭ মে থেকে চলতে পারে অটোও। তবে সব ক্ষেত্রেই মানতে হবে সামাজিক দূরত্বের বিধি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.