আটক হওয়া লরি। নিজস্ব চিত্র
সুবীর দাস, কল্যাণী: পুলিশের তৎপরতায় লরিবোঝাই রেশনের চাল উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। ওই লরি থেকে মোট ১৪০ বস্তা চাল উদ্ধার হয়েছে। ওই চাল কোথা থেকে পাচার হচ্ছিল? ভিনরাজ্যে কি পাচার হচ্ছিল সেগুলি? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
রাজ্য সরকার রাজ্যের প্রতিটি অঞ্চলে রেশন পাঠানোর ক্ষেত্রে আরও সক্রিয় হয়েছে। রাজ্যের মানুষজন যাতে রেশন পরিষেবা সুষ্ঠুভাবে পান, সেই নির্দেশ আগেই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন ঘিরে যাতে কোনও মানুষ দুর্নীতির শিকার না হন, সেই বিষয়ে কড়া নির্দেশ রয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষরা যাতে রাজ্য সরকারের দেওয়া রেশন সঠিকভাবে পান, সেদিকেও নজর দেওয়া হয়েছে। রেশনিং ব্যবস্থাকে আরও সহজ করতে এলাকায় রেশন ডিলারদের পৌঁছে যাওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে চলছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। রেশনের চাল ও অন্যান্য সামগ্র যাতে পাচার না হয়, সেজন্য প্রচার করছে খাদ্যদপ্তর।
সেই আবহেই কল্যাণীতে এবার রেশনের চালভর্তি ওই লরি আটক হল। গতকাল, সন্ধ্যায় কল্যাণী থানার বুদ্ধপার্ক এলাকায় একটি লরিকে দেখে সন্দেহ হয় পুলিশের। লরিতে ভিনরাজ্যের নম্বর প্লেট লাগানো ছিল। লরিটিকে দাঁড় করিয়ে চালক ও খালাসিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। গাড়িটি তল্লাশি করতেই দেখা যায় থরে থরে চালের বস্তা সাজানো। চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বস্তায় রেশনের চাল আছে। মোটি ১৪০ বস্তা চাল নিয়ে যাওয়া হচ্ছিল। কোনও কাগজপত্র না পাওয়ায় পুলিশ ওই চালভর্তি লরি আটক করে। গ্রেপ্তার করা হয় চালক ও খালাসিকে।
কিন্তু কোথা থেকে সেই চাল নিয়ে আসা হচ্ছিল? কোথায় পাচার হচ্ছিল এই রেশনের চাল? এই চক্রের সঙ্গে কারা জড়িত আছে? সেসব তথ্য পেতে দু’জনকে জিজ্ঞাসাবাদ করেছে কল্যাণী থানার পুলিশ। ধৃতদের আজ, মঙ্গলবার ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.