Advertisement
Advertisement

Breaking News

Kalyani

কল্যাণীর স্কুলে সারমেয়কে পিটিয়ে খুনে গ্রেপ্তার প্রধান শিক্ষক-সহ ২

বৃহস্পতিবার ধৃতদের তোলা হবে আদালতে।

2 accused arrested in Kalyani dog death case
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 10, 2025 11:10 am
  • Updated:July 10, 2025 11:10 am  

সুবীর দাস, কল্যাণী: অভিযোগ দায়েরের কয়েকঘণ্টার মধ্যেই পদক্ষেপ পুলিশের। কল্যাণীর স্কুলে সারমেয়কে পিটিয়ে খুনে গ্রেপ্তার প্রধান শিক্ষক-সহ ২। আজ, বৃহস্পতিবার ধৃতদের তোলা হবে আদালতে।

Advertisement

ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। ওইদিন সন্ধ্যেয় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায়, একটি মাঠে স্কুলের পোশাকে কয়েকজন নাবালক। সঙ্গে ২ -৩ জন ব্যক্তি। একটি সারমেয় মৃতপ্রায় অবস্থায় পড়ে। তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে। নির্মম এই ভিডিও দেখে আঁতকে ওঠেন সকলে। রাতেই কল্যাণী থানার দ্বারস্থ হন একদল। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানান সকলে।

এরপর জানা যায়, অভিযুক্ত নাবালকেরা কল্যাণীর নেতাজি বিদ্যামন্দির (ফর বয়েজ) স্কুলের ছাত্র। তাদের সঙ্গেই ছিলেন খোদ স্কুলের প্রধানশিক্ষক। একযোগেই সারমেয়র উপর অত্যাচার চালায় সকলে। পরবর্তীতে সাফাই দিয়ে ক্ষমাও চান প্রধানশিক্ষক। বলেন, “ওই সারমেয়টি দীর্ঘদিন ধরে স্কুলের আশেপাশে ঘুরে বেড়াত। কিছুদিন ধরে ওর আচরণ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আমরা পুরসভা, প্রশাসন এবং অন্যান্য দপ্তরে জানিয়েও কোন সহযোগিতা পাইনি। মঙ্গলবার একাধিক শিক্ষক ও ছাত্রকে কামড়ে দেয় সারমেয়টি। এরপর আমরা ওকে তাড়ানোর চেষ্টা করি। বিদ্যালয়ের পিছনদিকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু পাশের পাড়ার কিছু লোক ফের বিদ্যালয়ের পাঠিয়ে দেয় ওকে। স্কুলে ঢুকে ফের তাণ্ডব শুরু করে প্রাণীটি। এরপর বিদ্যালয়ের কিছু ছাত্ররা সারমেয়টিকে ফের মেরে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন পাশের পাড়ার কয়েকজনও মারধর করে। পশু,পাখি বা যে কোন জীবকে বা প্রাণীকে এভাবে মারার পক্ষে আমরা নই।” কিন্তু তাতেও শেষরক্ষা হল না। বুধবার রাতেই প্রধানশিক্ষক গৌড় ভাওয়াল ও স্কুলের করণিককে তারাপদ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement