থানায় নিতে আসা হয় দুই দুষ্কৃতীকে। নিজস্ব চিত্র
শান্তনু কর, জলপাইগুড়ি: ময়নাগুড়িতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম ভেঙে প্রায় ৫০ লক্ষ টাকা লুট করে পালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার পরই দ্রুত তদন্ত শুরু করেছিল পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য পেলেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হল দুই দুষ্কৃতীকে। উদ্ধার হল প্রায় ১৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, শনিবার দিন ও রাতভর পুলিশ বনদপ্তরের সঙ্গে গভীর অরণ্যে তল্লাশি চালায়। রবিবার ভোররাতে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ি ও লাটাগুড়ি জাতীয় সড়কের পাশে বোলবাড়ি বাজার এলাকায় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমে টাকা তোলার দুটি মেশিন আছে। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা সেখানে হানা দেয় বলে অভিযোগ। ওই এটিএমে কোনও প্রহরী ছিল না। সেই সুযোগে দুষ্কৃতীরা এটিএম ভাঙে। তিন থেকে চারজন দুষ্কৃতী এই হানা দিয়েছিল বলে খবর। প্রায় আধঘণ্টা ধরে চলে অপারেশন। প্রায় ৫০ লক্ষ টাকা লুট করা হয় বলে অভিযোগ। ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে। প্রায় ৪০ কিমি দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করেছিলেন তদন্তকারীরা। বৈকুন্ঠপুর গজলডোবার জঙ্গলে দুষ্কৃতীদের গাড়িটি উদ্ধার করা হয়। জঙ্গলেই দুষ্কৃতীরা থাকতে পারে, সেই অনুমান করেছিলেন তদন্তকারীরা।
জলপাইগুড়ি ও শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ বৈকুন্ঠপুরের ওই জঙ্গলে যৌথভাবে তল্লাশি শুরু করে। বনদপ্তরের কর্মীরাও সেই অভিযানে ছিলেন বলে খবর। আজ রবিবার ভোররাতে জঙ্গল থেকেই গ্রেপ্তার করা হল দুই দুষ্কৃতীকে। ধৃতদের একজন আশরফ খান, বাড়ি হরিয়ানায়। সামশের খান বিহারের বাসিন্দা। ধৃতদের থেকে উদ্ধার হয় প্রায় ১৫ লক্ষ টাকা। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। লুট হওয়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। বিহারের দুষ্কৃতী দল এই লুট চালিয়েছিল বলেই প্রথম থেকে মনে করেছিলেন তদন্তকারীরা। দুষ্কৃতীরা শুক্রবার রাতে একই স্করপিও গাড়ি চড়ে লুট করতে গিয়েছিল। পুলিশের তাড়ায় গাড়িটি তারা জঙ্গলে রেখে পালিয়েছিল। উদ্ধার হওয়া ওই গাড়িটির থেকে একাধিক ভুয়ো নম্বর প্লেট মিলেছে। এই গাড়িটিও কি চুরির? এটির মালিকানা কার? সেসব বিষয়ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.