Advertisement
Advertisement
Basirhat

প্রকাশ্য রাস্তায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ২ যুবক

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

2 arrested for physical assault college student in Basirhat

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:August 30, 2025 2:50 pm
  • Updated:August 30, 2025 3:05 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: প্রকাশ্য রাস্তায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করল ২ অভিযুক্তকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানা এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, হাড়োয়া থানার কালিকাপুর এলাকায় ওই যুবকদের বাড়ি । গতকাল, শুক্রবার বিকেলের পর ওই তরুণী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। ফাঁকা রাস্তায় ওই কলেজ ছাত্রীর পথ আটকায় তিন যুবক! ওই যুবকরা তরুণীকে উদ্দেশ্য করে প্রথমে অশ্লীল ইঙ্গিত ও কুরুচিকর মন্তব্য করতে থাকে বলে অভিযোগ। তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ।

প্রাণ বাঁচাতে ওই তরুণী চিৎকার করতে থাকেন। তাঁর আর্তনাদে স্থানীয়রা জড়ো হলে এলাকা ছেড়ে পালায় ওই তিন যুবক। ওই তরুণী বাড়িতে গিয়ে ঘটনার কথা পরিবারের সদস্যদের জানান। রাতেই হাড়োয়া থানায় ওই পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত তদন্তে নামে। কালিকাপুর ও শঙ্করপুর এলাকা থেকে দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। আজ, শনিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই ছাত্রী। স্থানীয়দের মধ্যেও ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ