Advertisement
Advertisement
Jalpaiguri

আইপিএলে বড়সড় বেটিং চক্রের পর্দাফাঁস, জলপাইগুড়িতে পুলিশের জালে ২

উদ্ধার ল্যাপটপ, মোবাইল ফোন-সহ একাধিক জিনিস।

2 arrested for running betting in Jalpaiguri

গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 26, 2025 1:53 pm
  • Updated:April 26, 2025 1:58 pm   

শান্তনু কর, জলপাইগুড়ি: আইপিএল জ্বরে কাবু ক্রিকেট মহল। আজ শনিবার ইডেন গার্ডেন্স-এ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পাঞ্জাব কিংস-এর মুখোমুখি লড়াই। তার আগেই বড়সড় বেটিং চক্রের হদিশ মিলল জলপাইগুড়ি শহরে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে।

Advertisement

জলপাইগুড়ি শহরের দীঘল বাজার এলাকায় একটি ক্যাফে থেকে বেটিং চক্র চলছিল বলে অভিযোগ। জলপাইগুড়ি কোতোয়ালি থানা ও সাইবার থানার পুলিশ খবর পেয়ে এদিন সেখানে হানা দেয়। ঘটনাস্থল থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মিলন সেন ও মৃন্ময় সেন। ধৃত মিলন সেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ডেটা এন্টি অপারেটর পদে কর্তব্যরত বলে জানা গিয়েছে। ওই ক্যাফেতে বসেই বেআইনি আইডি ব্যবহার করে বেটিং চক্র চলছিল বলে খবর। ওই ক্যাফে থেকেই উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন-সহ একাধিক জিনিস।

কত দিন ধরে ওই বেটিং চক্র চলছিল? আর কারা এই চক্রের সঙ্গে জড়িত? এখন অবধি কত টাকা বেটিং করে হাতানো হয়েছে। সেসব প্রশ্ন উঠেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেসব বিষয়ে জানার চেষ্টা করছে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ডেটা এন্টি অপারেটর এই বেটিং চক্রে জড়িত! সেই কথা জানার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতদের আজ জলপাইগুড়ি মহকুমা হাসপাতালে তোলা হয়। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। আইপিএল চলাকালীন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বেটিং চক্র চালানোর অভিযোগ সামনে এসেছে। তদন্তে নেমে পুলিশ একাধিক ব্যক্তিকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তারও করেছে। জলপাইগুড়ির এই বেটিং চক্রের জাল কত দূর ছড়িয়ে? সেই প্রশ্ন উঠেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ