ধৃত দুই যুবক।
অসিত রজক, বাঁকুড়া: একের পর এক আইসিডিএস সেন্টার থেকে চাল চুরি হচ্ছিল। বাঁকুড়ার কোতুলপুরে চাল চুরির তদন্তে নেমে গ্রেপ্তার করা হল দুই ‘গুণধর’কে। ধৃত দুই যুবকের নাম সুব্রত খাঁ ও অরিজিৎ ধারা। শুধু বাঁকুড়া নয়, হুগলির একাধিক জায়গাতেও একইভাবে চাল চুরি করেছিলেন তাঁরা। সেই বিষয়ও পুলিশের তদন্তে জানা গিয়েছে।
দিনে খালাসি, রাতে চোর! সেই চোরেরই কিনারা করল কোতুলপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুব্রত ও তার সহযোগী অরিজিৎ ধারা দিনে ট্রান্সপোর্টে খালাসির কাজ করতেন। পাশাপাশি চুরিতেও হাত পাকিয়েছিলেন দু’জনে! বিভিন্ন জায়গায় গাড়িতে করে জিনিসপত্র তাঁরা নিয়ে যেতেন। রাতে ফেরার সময় দু’জনেই একসঙ্গে চুরি করতেন বলে অভিযোগ। মাল খালাসের পর রাতে হাইওয়ে দিয়ে দু’জনে গাড়ি চালিয়ে ফিরতেন। রাস্তার ধারের প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে টার্গেট করা হত। রাতের অন্ধকারে দরজা ভেঙে চাল, ডাল, তেল-সহ অন্যান্য খাদ্যসামগ্রী চুরি করা হত বলে অভিযোগ।
জানা গিয়েছে, আগে থেকে কোনও চুরির টার্গেট ফিক্সড থাকত না। ফেরার পথে ফাঁকা জায়গায় আইসিডিএস কেন্দ্র থাকলেই সেখানে হানা দিতেন দু’জন। জিনিসপত্র চুরি কতে সেসব বাজারে বিক্রি করা হত বলে অভিযোগ। সূত্রের খবর, আরামবাগ ও আশপাশের এলাকায় দু’জনে ২৭-২৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই কায়দায় চুরি করেছেন। গত ১১ অক্টোবর রাতে বাঁকুড়ার কোতুলপুর থানার ডেওপাড়া আইসিডিএস কেন্দ্রে চুরির ঘটনায় অভিযোগ দায়ের করেন কর্মী রবিরানি পণ্ডিত। সেই ঘটনার তদন্তে নেমে দু’জনের হদিশ পায় তদন্তকারীরা। বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতেও একাধিক চুরি তাঁরা করেছেন বলে অভিযোগ। সোমবার রাতে আরামবাগ থেকে সুব্রত খাঁ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে অন্য সঙ্গঈকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ, মঙ্গলবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.