Advertisement
Advertisement
Bongaon

জমি নিয়ে বিবাদের জের, কাকাকে পিটিয়ে খুনের অভিযোগ, ধৃত ভাইপো-বউদি

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

2 arrested on murder charges in Bangaon

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:March 12, 2025 5:17 pm
  • Updated:March 12, 2025 5:18 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হল। ঘটনায় মৃতের ভাইপো ও বউদিকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়। মৃতের নাম হানেফ মণ্ডল। বুধবার সকালে ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কাকা-ভাইপোর মধ্যে বিবাদ চলছিল। কাকা হানেফ মণ্ডলকে মাঝেমধ্যে মেরে ফেলার হুমকিও দেওয়া হত। আজ বুধবার সকালে হানেফ মণ্ডল কাজ করছিলেন। সেসময় ফের ওই জমির দখল নিয়ে ঝামেলা শুরু হয়। জানা গিয়েছে, ওই ৫৮ বছরের প্রৌঢ় ব্যক্তি নিজের জমিতে বেড়া দিচ্ছিলেন। সেসময় ভাইপো পিয়ানুর মণ্ডল তাঁকে বাধা দেন। কিছু সময় তর্কের পরেই শুরু হয়ে যায় কাকাকে মারধর। ইট দিয়ে তাঁকে ক্রমাগত আঘাত করা হয়। পিয়ানুরের মা আজিফাও হানিফকে মারধর করে বলে অভিযোগ।

ওই ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পুত্রবধূ মুসলিমা মণ্ডলের অভিযোগ, পিয়ানুর ও আজিকা নিজেরাই নিজেদের জমি মেপে নিয়েছিলেন। উল্টে শ্বশুরকে ভয় দেখানো হত। শ্বশুরকে ওরা পিটিয়ে খুন করেছে। ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে মা ও ছেলেকে। এদিনই তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে তোলা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement