Advertisement
Advertisement
COVID-19

বাংলায় ফের করোনার থাবা! মগরাহাটের দু’জনের শরীরে মিলল ভাইরাস

আতঙ্কের কোনও কারণ নেই বলেই দাবি স্বাস্থ্যদপ্তরের।

2 Covid-19 infected person found in Magrahat
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 24, 2025 3:45 pm
  • Updated:May 24, 2025 3:54 pm   

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাংলায় ফের করোনার থাবা। এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ২নম্বর ব্লকের এক তরুণী ও এক কিশোরের শরীরে মিলল ভাইরাস। তারপর থেকেই স্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে নজরদারি। জেলা প্রশাসনের তরফে এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে। যদিও এতে আতঙ্কের কোনও কারণ নেই বলেই দাবি স্বাস্থ্যদপ্তরের।

Advertisement

মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ববিধি, কোয়ারেন্টাইন। ২০১৯ সালের শেষদিক থেকে এই শব্দগুলির সঙ্গে অভ্যস্ত প্রায় সকলে। কারণ, সেই সময় চিন থেকে ছড়িয়ে পড়ে মারণ করোনা ভাইরাস। যার কবলে পড়ে গোটা বিশ্বে ৭০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। সেই দুঃসহ সময় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে গোটা দেশ। তবে তারই মাঝে ফের অশনি সংকেত। আবারও দেশজুড়ে বাড়ছে কোভিড। নতুন ভ্যারিয়্যান্টের ফলে বাড়ছে সংক্রমণ। কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং সিকিমেও মিলেছে আক্রান্তের খোঁজ। এবার বাংলার মগরাহাটে মিলল আক্রান্তের হদিশ। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে সাধারণ মানুষের থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। সেই নমুনা পরীক্ষাতেই প্রায় সপ্তাহখানেক আগে মগরাহাটের ২নম্বর ব্লকের ওই দু’জনের কোভিড পজিটিভ ধরা পড়ে।

স্বাস্থ্যজেলার এক আধিকারিকের কথায়, “এনিয়ে এখনও আতঙ্কের তেমন কিছু নেই। ওই দু’জন বর্তমানে তাঁদের বাড়িতেই রয়েছেন, সুস্থই রয়েছেন। তবে ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্যদপ্তর সতর্ক রয়েছে। কোভিড আক্রান্ত এই দু’জনের স্বাস্থ্য নিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। ব্লক স্বাস্থ্যদপ্তরকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ