Advertisement
Advertisement
Amader Para Amader Samadhan

‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’র ব্যাপক সাড়া, ২ মাসে যুক্ত প্রায় দু’কোটি মানুষ

গত ২১ সেপ্টেম্বর, প্রকল্পের ৫৩ তম দিনে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ তাঁদের অভিযোগ জানিয়েছেন, যা একদিনে রেকর্ড।

2 crore residents joined in Amader Para Amader Samadhan initiative
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 25, 2025 1:32 pm
  • Updated:September 25, 2025 1:54 pm   

স্টাফ রিপোর্টার: ২ মাসেই ব্যাপক সাড়া। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে যুক্ত হলেন রাজ্যের প্রায় দু’কোটি মানুষ। প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর, প্রকল্পের ৫৩ তম দিনে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ তাঁদের অভিযোগ জানিয়েছেন, যা একদিনে রেকর্ড।

Advertisement

বিধানসভা নির্বাচনের বাকি কয়েকটা মাস। ভোটের দামামা যে বেজে গিয়েছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে গত আগস্ট মাসে নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কর্মসূচির অংশ হিসেবে সরকারি আধিকারিক এলাকায় পৌঁছে ক্যাম্প করে মানুষের সমস্যার কথা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সমধানের পথ বার করছেন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর, প্রকল্পের ৫৩তম দিনে আয়োজিত হয়েছিল ৫৩৬টি শিবির। সেদিন প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ তাঁদের অভিযোগ জানিয়েছেন। যা একদিনে রেকর্ড। গত সোমবার পর্যন্ত এই শিবিরগুলিতে মোট উপস্থিতির সংখ্যা দাঁড়িয়েছে ১.৯ কোটির বেশি। মঙ্গলবার সেই সংখ্যা ছুঁয়ে ফেলেছে দু’কোটির ঘর। নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজোর সময় কয়েকদিনের বিরতি থাকবে। পুজোর ছুটির পর ফের কর্মসূচি শুরু হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ