Advertisement
Advertisement
Road Accident

চাকা বদলাচ্ছিলেন জাতীয় সড়কের ধারে, উলটো দিক থেকে আসা লরি পিষে দিল চালক ও খালাসিকে

ফের সড়ক দুর্ঘটনায় জোড়া মৃত্যু রাজ্যে।

2 died in accident in North Dinajpur | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:August 19, 2023 9:14 pm
  • Updated:August 19, 2023 9:14 pm   

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ফের সড়ক দুর্ঘটনায় জোড়া মৃত্যু রাজ্যে। জাতীয় সড়কে পণ্যবাহী লরি দাঁড় করিয়ে চাকা মেরামতের সময় বিপত্তি। চালক ও খালাসিকে পিষে দিল উলটো দিক থেকে তীব্র গতিতে আসা অন্য একটি লরি। শনিবার সন্ধেয় ঘটনাস্থলেই প্রাণ হারান দুজনই। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

এদিন বিকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরের গাইসল এলাকার ৩১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জোড়া রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। ঘাতক লরিকে আটক করা হয়েছে। চালক এবং খালাসির বাড়ি আলিপুরদুয়ারের কুমারগ্রামে। নিহত অনিল মাহাত এবং সাগর খারিয়া।

[আরও পড়ুন: গৃহবধূকে খুন করে শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানোর চেষ্টা! পুলিশের জালে বিবাহিত প্রেমিক]

পুলিশ সূত্রে জানা গিয়েছে,আলিপুরদুয়ার থেকে কাঠ নিয়ে লরিটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। ইসলামপুরের রাস্তায় চাকা খারাপ হওয়ায় লরি থেকে নেমে মেরামত করছিলেন। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিন রাতে দাদার মৃত্যুর খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ইসলামপুরে পৌঁছে ভাই গৌতম মাহাতো বলেন, “শুনেছি দাদা মারা গিয়েছেন। মর্গে দেহ দেখতে যাচ্ছি। কিন্তু দাদা লরি চালক হলেও কোনওদিন মদের নেশা করেনি, তারপরও এভাবে মরতে হল। বউদিকে কী জবাব দেব, জানি না।” বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ওঠেন মৃতের ভাই ইসলামপুর বাসস্ট্যান্ডে।

[আরও পড়ুন: বাড়িতেই মিলেছিল বাবা-মায়ের পচাগলা দেহ, এবার না ফেরার দেশে একমাত্র সাক্ষী মেয়েও]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ