Advertisement
Advertisement

মদ্যপান করে বাইক চালানোই কাল! ডিভাইডারে ধাক্কা মেরে মৃত ২

পুলিশের প্রাথমিক অনুমান, বাইকে তিনজনই মদ্যপ অবস্থা ছিলেন।

2 died in an accident in Murshidabad

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 12, 2024 12:05 pm
  • Updated:April 12, 2024 12:05 pm   

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: মদ্যপান করে বাইক চালানোই কাল! জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে মুর্শিদাবাদে সামশেরগঞ্জের বাসুদেবপুরে মৃত্যু হল দুজনের। জানা গিয়েছে, বাইকে তিনজন আরোহী ছিলেন। আরেকজন গুরুতর জখম হয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, তিনজনই মদ্যপ অবস্থা ছিলেন। রাস্তা পারাপার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মাঝরাতে সামশেরগঞ্জের বাসুদেবপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হল দুই বাইক আরোহী যুবকের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকদের নাম তন্ময় সরকার (১৯) এবং বিমান সরকার (২২)। উভয়ের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার ফরিদপুর গ্রামে। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসাপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।

[আরও পড়ুন: নতুন বছরে চড়চড়িয়ে বাড়বে গরম, পয়লা বৈশাখের আনন্দ মাটি করবে বৃষ্টি?]

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে সুতির সাজুর মোড়ের দিক থেকে বাইকে করে সামশেরগঞ্জের বাসুদেবপুর হয়ে ডাকবাংলার দিকে যাচ্ছিলেন তিন যুবক। সে সময় বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁরা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনজনকেই সুতির মহেসাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজনের চিকিৎসা চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তার পরেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। মধ্যরাতে বাসুদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয় এলাকায়।

[আরও পড়ুন: ইফতারে ডেকে ‘মারধর’ মুনাওয়ার ফারুকিকে! মাথায় ডিম ছুড়ে পুলিশি বিপাকে রেস্তরাঁর মালিক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ