ছবি: প্রতীকী
অর্ণব দাস, বারাকপুর: শ্যামনগর মিলনগড়ে মর্মান্তিক দুর্ঘটনা। পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ২ শিশুর। সোমবার জগদ্দলের ২৯ নং ওয়ার্ডের মিলনগরে এলাকায় ঘটেছে মর্মান্তিক ঘটনাটি। শোকের ছায়া গোটা এলাকায়।
জানা গিয়েছে, প্রতিদিনই মিলনগরের পুকুরে স্নান করতে আসে পার্শ্ববর্তী পাড়া থেকে বেশ কয়েকজন যুবক। তবে তাঁদের সঙ্গে মাঝে মাঝে কিছু শিশু ও কিশোরও আসত। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে পুকুরে স্নান করতে আসা একাধিকবার যুবক- কিশোরদেরও ধমক দিত। আশঙ্কা করত বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এদিন সেই আশঙ্কাই বাস্তবে ঘটে গেল।
সকালে পুকুরে স্নান করতে নামে পীযূষ কুণ্ডু(৬), বিনায়ক সিং (৭)। স্নান করতে নেমে দুই কিশোর তলিয়ে যায়। হইচই হতেই স্থানীয় এক যুবক তাদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসেন জগদ্দল থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ তদন্ত শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.