সুমন করাতি, হুগলি: পাচারের ছক বানচাল। তক্ষক পাচারের চেষ্টার অভিযোগে পুলিশের জালে হুগলির রিষড়ার এক দম্পতি-সহ ৪। তক্ষক উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে বনদপ্তরের হাতে।
জানা গিয়েছে, গোপন সূত্র মারফত তক্ষক কেনাবেচার খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা রিষড়া থানার সহযোগিতায় রিষড়া রেলপার্ক থেকে সঞ্জয় ও কাকলি দাস নামে এক দম্পতিকে আটক করে। তাঁদের জেরা করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। তাঁদের কাছে মেলে একটি তক্ষকও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সঞ্জয়ের দিদি নিপু মোদক ও তাঁর বন্ধু বাবলু ঘোষের কথা। তাঁদের কাছ থেকেও একটি তক্ষক উদ্ধার হয়।
জানা গিয়েছে, কাকলির কর্মসূত্রে বেলুরমঠে যাতায়াত ছিল। সেখানে জনৈক সন্তু তক্ষকের চোরা কারবারির খোঁজ দেয়। এরপর থেকে তিনি এই লাইনে পা বাড়ান। পুলিশ জানিয়েছে, উ: ২৪ পরগনার বারাসাতের বেড়াচাঁপা থেকে ওই দুটি তক্ষক দু’লক্ষ টাকার বিনিময়ে কিনেছিলেন ধৃতরা। উদ্দেশ্য ছিল চোরা পথে চিনে পৌঁছে দেওয়া। তাহলেই হাতে আসত ২ কোটি টাকা। কিন্তু তা আর হল না। বুধবার চারজনকেই শ্রীরামপুর আদালতে তোলা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.