প্রতীকী ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: মদের নেশায় বুঁদ দুই যুবক। সেই মদের নেশায় চালালো তাণ্ডব! অভিযোগ মদের বোতল দিয়ে এক তরুণী এবং এক ব্যক্তিকে খুনের চেষ্টা করে ওই দুই মদ্যপ যুবক। রবিবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়। ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত হিরণ্ময়পুর স্কুল মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ্যপ দুই যুবক বাসন্তীর ভারতগড় গ্রামের বাসিন্দা। তাদের নাম মিজানুর গাজি এবং মোস্তফা গাজি। রবিবার রাতে তাঁরা আকন্ঠ মদপান করে বাঁশিরাম বাজারের দিক থেকে নতুনহাট বাজারের দিকে যাচ্ছিল বাইকে চেপে। পথে বাঁশিরাম বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই তারা প্রথমে পূজা মণ্ডল নামে এক পথচারী কিশোরীর মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর হিরণ্ময়পুর স্কুল মোড় এলাকায় গিয়ে তাঁরা নির্মল বৈদ্য নামে এক ব্যক্তির মাথায় বোতল দিয়ে আঘাত করে।
ওই ব্যক্তির মাথায় আঘাত করতেই চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসে। পালানোর সময় মোটরবাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক পুকুরের জলে পড়ে যায় তাঁরা। স্থানীয়রা দু’জনকেই ধরে ফেলে। পুকুর থেকে দু’জনকে তুলে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। স্থানীয়রাই খবর দেয় ঝড়খালি কোস্টাল থানার পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় তাঁরা।
অন্যদিকে, আহত পূজা মণ্ডল এবং নির্মল বৈদ্যকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। রাতের অন্ধকারে এমন ঘটনার জেরে বাঁশিরাম ও হিরণ্ময়পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী কারণে ওই দুই যুবক এমন ঘটনা ঘটিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.