Advertisement
Advertisement
canning

রাস্তা আটকে মহিলাদের কটূক্তি, প্রতিবাদ করতেই মার! ক্যানিংয়ে কাঠগড়ায় ৩ যুবক

তদন্ত শুরু করেছে পুলিশ।

2 lady allegedly beaten by men in canning
Published by: Paramita Paul
  • Posted:November 7, 2024 4:27 pm
  • Updated:November 7, 2024 4:27 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কটূক্তির প্রতিবাদ করায় দুই মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল ক্যানিংয়ে। বুধবার রাতে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

বুধবার রাত ৮টা নাগাজ ক্যানিংয়ের কৃষ্ণকালীতলা এলাকার দুই মহিলা ওষুধ কিনতে বেরিয়েছিলেন। তখন তিন যুবক রাস্তা জুড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। তাদের রাস্তা থেরে সরে দাঁড়াতে বলতেই মহিলাদের মুখে টর্চের আলো ফেলে বিরক্ত করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে বিশ্রী অঙ্গভঙ্গি করে তিন যুবক। এমনকী, অশ্লীল কটূক্তি করা হয়। প্রতিবাদ করলে দুই মহিলাকেই বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু ততক্ষণে সেখান থেকে পিঠটান দিয়েছেন অভিযুক্তরা।

এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই নির্যাতিতা। তাঁদের অভিযোগ, রাস্তা ছেড়ে দাঁড়াতে বলায় অভব্য ভাষায় আক্রমণ করে ওরা। প্রতিবাদ করতেই বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ