Advertisement
Advertisement
Sonarpur

স্বাস্থ্যভবনে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার ‘প্রতারণা’, সোনারপুরে গ্রেপ্তার ২

কীভাবে কাজ করত এই প্রতারণা চক্রটি?

2 men accused of taking money in the name of giving jobs, arrested

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:May 29, 2025 6:49 pm
  • Updated:May 29, 2025 6:49 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্বাস্থ্যভবন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের নাম সৌরভ দে এবং রাজা চট্টোপাধ্যায়। সৌরভ সোনারপুরের বাসিন্দা। অন্যদিকে, রাজার বাড়ি টালিগঞ্জে।

পুলিশ সূত্রে খবর, স্বাস্থ্যভবন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক-যুবতীদের ফোন করতেন দুই অভিযুক্ত। চাকরি পাইয়ে দেওয়ার নামে চাওয়া হত মোটা অঙ্কের টাকা। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। অবশেষে বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। কীভাবে কাজ করত এই প্রতারণা চক্রটি?জানা গিয়েছে, ধৃতরা প্রথমে নিজেদের ‘প্রভাবশালী’ বলে দাবি করতেন। তারপর তাঁরা স্বাস্থ্যভবন এবং বিভিন্ন নামী হাসপাতালের নিয়োগপত্র দেখাতেন। দাবি করতেন, টাকা দিলেই মিলবে চাকরি। আর চাকরিপ্রার্থীরা সেই টোপে পা দিলেই অভিযুক্তরা তাঁদের থেকে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকা। তারপর তাঁদের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখতেন না বলে অভিযোগ।

বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।এছাড়াও তাঁদের মোবাইল, ল্যাপটপ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে আর কেউ জড়িত রয়েছেন কিনা তাৃ-ও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement