Advertisement
Advertisement
Sodpur

পানিহাটির ফ্ল্যাটে সন্দেহজনক বাংলাদেশিদের আনাগোনা! গ্রেপ্তার ২, নেপথ্যে বড়সড় চক্রান্ত?

আতঙ্কিত আবাসনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা।

2 person arrested from Sodpur
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 28, 2025 12:30 pm
  • Updated:May 28, 2025 12:30 pm   

অর্ণব দাস, বারাসত: সোদপুরের পানিহাটির ফ্ল্য়াটে বাংলাদেশিদের আনাগোনা! সন্দেহ হওয়ায় প্রশ্ন করতেই তুমুল অশান্তি। বাধ্য হয়েই প্রশাসনের দ্বারস্থ আবাসনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা। অবশেষে পুলিশের জালে দুই। কিন্তু দিনের পর দিন ওই ফ্ল্যাটে কী চলছিল? বড়সড় ষড়যন্ত্রের ছক কষে গোপনে নজরদারি চালানো হচ্ছিল না তো? উত্তর খুঁজছে পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত মাস দুয়েক আগে। অদিতি নামে এক মহিলা সোদপুরের পানিহাটির ৩১ নম্বর ওয়ার্ডের একটি ফ্ল্যাট ভাড়া নেন। অভিযোগ, তারপর থেকেই নাকি ওই ফ্ল্যাটে বহু মানুষের আনাগোনা শুরু হয়। প্রথমে কিছু মনে না হলেও একপর্যায়ে সন্দেহ হয় ফ্ল্যাট মালিকের। অন্য়ান্য বাসিন্দাদের মনেও হাজার প্রশ্ন জাগে। তাঁরা অদিতির কাছে জানতে চান, যারা আসে তাদের পরিচয় কী? কিন্তু অদিতি সঠিক উত্তর দিতে পারেননি বলেই খবর। উলটে ফ্ল্যাটের বাসিন্দাদের কটাক্ষ করেন তিনি। এর পরই সন্দেহ আরও গাঢ় হয়। কুলকিনারা না পেয়ে প্রশাসনের দ্বারস্ত হন ফ্লাটের বাসিন্দারা।

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, বাংলাদেশিদের আনাগোনা ছিল ওই ফ্ল্যাটে। কিন্তু কেন অদিতি লুকিয়ে রেখেছিলেন তাঁদের? আড়ালে কোন গোপন ক্রিয়াকলাপ চলছিল? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় প্রবল আতঙ্কে ওই ফ্ল্যাটের বাসিন্দারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ