Advertisement
Advertisement
Darjeeling

৫ বন্ধু মিলে বেড়াতে গিয়ে খাদে পড়ল গাড়ি! দার্জিলিংয়ে মৃত্যু ২ পর্যটকের

পাঁচজনই নকশালবাড়ির বাসিন্দা।

2 tourists die in road accident in Darjeeling

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:October 18, 2025 12:31 pm
  • Updated:October 18, 2025 12:53 pm   

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: দুর্যোগ, বিপর্যয় কাটিয়ে ছন্দে ফিরতে শুরু করেছে পাহাড়। তার মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা দার্জিলিংয়ে। রাস্তা থেকে পাহাড়ি খাদে পড়ে গেল পর্যটকদের গাড়ি। ঘটনায় দুই পর্যটক মারা গিয়েছেন। দার্জিলিংয়ের পাঙ্খাবাড়ির তিনঘুমটি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পর্যটকরা নকশালবাড়ি এলাকার বাসিন্দা বলে খবর। জানা গিয়েছে, পাঁচ বন্ধু মিলে নকশালবাড়ি থেকে গাড়ি নিয়ে কার্শিয়াং গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা।

Advertisement

পাহাড়ের দুর্যোগ কেটে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। পর্যটন কেন্দ্রগুলিও খুলে গিয়েছে। বহু জায়গায় পর্যটকরা বেড়ানোর জন্য রয়েওছেন। এইসবের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা। এদিন পর্যটকদের নিয়ে খাদে পড়ে গেল একটি গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ বন্ধু শিলিগুড়ির নকশালবাড়ির বাসিন্দা। গতকাল শুক্রবার গাড়ি নিয়ে ছুটি কাটাতে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে গিয়েছিলেন তাঁরা। আজ, শনিবার সকালে তাঁরা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। আটটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে।

পাঙ্খাবাড়ির তিনঘুমটি এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে খবর। নিমেষে রাস্তা থেকে খাদে পর্যটকদের নিয়ে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। খাদ থেকে ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মধ্যে থেকে পর্যটকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের নাম রাজেশ পাসোয়ান ও সুমিত সিংহ। বাকি তিনজনও গুরুতর জখম। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, পুলিশ সেই বিষয়টি খতিয়ে দেখছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ