Advertisement
Advertisement
Basirhat

বাজার করে ফেরা হল না বাড়ি! টাকি রোডে বাইক ও ট্রাকের সংঘর্ষে মৃত ২

আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

2 youths die in road accident in Basirhat

ফাইল ছবি।

Published by: Suhrid Das
  • Posted:July 15, 2025 12:59 pm
  • Updated:July 15, 2025 12:59 pm   

গোবিন্দ রায়, বসিরহাট: বাইক চালিয়ে বাজার করতে গিয়েছিলেন তিন যুবক। বাজার করে আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। তৃতীয়জনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায়। মৃত দুই যুবকের নাম ভক্তিপদ মণ্ডল (৩৫) ও বিশ্বজিৎ দাস (৩০)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তিনজনের বাড়ি হাড়োয়া এলাকায়। এদিন সকালে তিনজন বাইক নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন। বাজার করে টাকি রোডের উপর দিয়ে ফিরছিলেন তাঁরা। নেহালপুরের কাছে ১০ চাকার একটি ট্রাক বাইকের মুখোমুখি চলে আসে। গতি বেশি থাকার কারণে সংঘর্ষ আর এড়ানো যায়নি। সংঘর্ষে ছিটকে যান বাইকের তিন আরোহী। স্থানীয়রা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে প্রথমে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা জানিয়ে দেন, দু’জন আগেই মারা গিয়েছেন। তৃতীয়জনের শারীরিক অবস্থা আশঙ্কআজনক বলে জানানো হয়। সেখান থেকে তাঁকে কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্যজেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। রক্ষাকবচ থাকলে মৃত্যু এড়ানো যেত বলে প্রাথমিক অনুমান পুলিশের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ