চঞ্চল প্রধান, হলদিয়া: নন্দীগ্রাম থেকে উত্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর অনেক লড়াইয়ের সাক্ষী ওই এলাকা। এবার সেখানেই শাসকদলে ভাঙন। দল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন প্রায় দু’শো কর্মী-সমর্থক। ভোটের মুখে নন্দীগ্রামের দলত্যাগের প্রভাব ভোটের ফলাফলেই স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। জেলায় জেলায় কর্মিসভায় যোগ দিচ্ছেন নেতারা। শুনছেন কর্মীদের, সাধারণ মানুষের অভার-অভিযোগের কথা। উদ্দেশ্য একটাই, প্রতিপক্ষকে টেক্কা দেওয়া। এই পরিস্থিতিতে রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেরর ৫০ টি পরিবারের প্রায় ২০০ জন তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। হাতে তুলে নিলেন পদ্মশিবিরের পতাকা। ক্ষোভ উগরে দিলেন শাসকদলের বিরুদ্ধে।
দলত্যাগীদের কথায়, রাজ্যের শাসকদলের দুর্নীতি নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও কোনও প্রতিকার হয়নি। সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিন্তু দলত্যাগীদের অভিযোগ, বা দলত্যাগ-কোনওটিকেই খুব একটা গুরুত্ব দিতে রাজি নয় শাসকদল। তবে ভোটের আগে শক্তিবৃদ্ধিতে আশার আলো দেখছে বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.