ট্রেনে ওঠার অপেক্ষায় যাত্রীরা। নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল রবিবার উদ্বোধন হয়েছিল রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল ট্রেন। আজ সোমবার যাত্রীদের নিয়ে সেই ট্রেন ছুটল। এসি লোকালে উঠে আনন্দিত যাত্রীরা। তবে প্রথম দিনই রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে বিনা টিকিটে এক যাত্রী ধরা পড়লেন। নির্দিষ্ট অঙ্কের জরিমানাও গুণতে হল তাঁকে। এসি লোকালে আরও কড়া নজরদারি চলবে। এমনই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
পূর্ব ভারতে প্রথম এসি লোকাল এদিন সকালে নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে রানাঘাট স্টেশন থেকে ছাড়ে। রানাঘাট স্টেশনে সকাল থেকেই এই ট্রেনের সওয়ারি হওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা ছিল দেখার মতো। টিকিট কেটে যাত্রীরা ট্রেনে ওঠেন। রানাঘাট স্টেশন থেকে সকাল ৮টা ২৯ মিনিটে ওই ট্রেন ছাড়ে। নির্ধারিত স্টেশনগুলিতে ট্রেন থামলে যাত্রীরা ওঠানামাও করেন। তবে তার মধ্যেই তাল কাটল। কারণ, প্রথম দিনেই এসি লোকাল থেকে ধরা পড়লেন বিনা টিকিটের যাত্রী।
জানা গিয়েছে, বিনা টিকিটে ওই যাত্রী আসনের পাশে কার্যত লুকিয়েছিলেন। টিকিট পরীক্ষক তাঁর টিকিট দেখতে চান। তখন তিনি টিকিট পরীক্ষককে এড়িয়ে অন্য কামরায় যাওয়া র চেষ্টা করেন। তাঁর আচরণে সন্দেহ হওয়ায় পাকড়াও করা হয়। দেখা যায়, তিনি টিকিট কাতেননি। এরপরই তাঁর থেকে ২৮৫ টাকা জরিমানা নেওয়া হয়। টিকিট কেটে যাত্রার বিষয়ে কেন ওই যাত্রীর মধ্যে সচেতনা এল না? সেই প্রশ্ন উঠেছে। এসি ট্রেনের প্রতিটি কামরায় টিকিট পরীক্ষক ও রেল পুলিশ থাকছে। আগামী দিনে আরও নজরদারি বাড়বে বলে রেল সূত্রে জানান হয়েছে।
প্রথম দিন রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকালে মোট ২৫০৩ জন যাত্রী সওয়ার ছিলেন। সেই কথা রেলের তরফে জানানো হয়েছে। আগামী দিনে যাত্রীসংখ্যা আরও বাড়বে। সেই আশা রেল সূত্রে জানানো হয়েছে। রানাঘাট থেকে শিয়ালদহ এসি লোকালের ভাড়া যাত্রীপিছু ১২০ টাকা। এই ট্রেনেও সামনে পিছনে দু’টি লেডিজ কামরা আছে। অনলাইনে এবং কাউন্টার থেকে এই টিকিট পাওয়া যাবে। মেট্রোর মতোই এক কামরা থেকে অন্য কামরায় যেতে পারবেন যাত্রীরা। এছাড়াও থাকছে অন্যান্য সুবিধা। ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে ১১২৬টি। প্রতিটি কোচে তিনজনের স্টেইনলেস স্টিলের আসন রয়েছে। এছাড়াও কোচে আছে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.