ছবি: প্রতীকী।
সঞ্জিত ঘোষ, নদিয়া: কৃষ্ণনগরের অষ্টম শ্রেণির ছাত্র খুনে চাঞ্চল্যকর তথ্য। গেমিং ল্যাপটপ কেনার টাকা জোগাড়ের জন্যই নাকি অপহরণ করা হয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রকে। টাকা না মেলায় খুন।
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তপ্ত কৃষ্ণনগরের ঘূর্ণি। মৃত বছর চোদ্দর বিজয় রায়, নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘূর্ণি যদুনাথ পল্লি এলাকার বাসিন্দা ছিল। ওই কিশোরটি ঘূর্ণি হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। গত ২৫ আগস্ট, শুক্রবার সন্ধেয় ওই নাবালককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার কয়েকজন বন্ধুবান্ধব। তারপরই নিখোঁজ হয়ে যায় বিজয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি হয়। তবে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তদন্ত নেমে সন্দেহভাজন ওই কিশোরের তিন বন্ধুকে আটক করে। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে নেয় তাঁরা।
কিন্তু কী কারণে খুন, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি করেছে ধৃতরা। জানিয়েছে, গেমিং ল্যাপটপ কেনার জন্য তিনজনে তিন লক্ষ টাকা মুক্তিপণ চায় বিজয়ের পরিবারের কাছে। টাকা না দেওয়ায় ওই কিশোরকে শ্বাসরোধ করে খুন করে। এরপর তাকে বস্তাবন্দি করে ফেলে দেয় একটি নির্জন জায়গায়। ধৃত তিন নাবালকের বুদ্ধিতে হতবাক পুলিশ আধিকারিকরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.