Advertisement
Advertisement
Amdanga

আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণে বাধা! হাই কোর্টের নির্দেশ অমান্যে গ্রেপ্তার ৩

আমডাঙায় প্রায় ১৮ কিলোমিটার রাস্তা জমি জটের কারণে সম্প্রসারণের কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল।

3 arrested in Amdanga for obstructing national highway work

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 6, 2025 9:24 pm
  • Updated:May 6, 2025 9:28 pm  

অর্ণব দাস, বারাসত: হাই কোর্টের নির্দেশ অমান্য! ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে বাধা। সেই অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিশ। অভিযোগ সরকারি কাজে বাধা দেন তারা। আমডাঙা থানা মামলা দায়ের করে। তাতেই গ্রেপ্তার করা হল তিনজনকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আবাস সামাদ (৬১), মহম্মদ সৈয়দ আহমেদ (৬২) এবং মনজুরুল আমিন ওরফে জাকির হোসেন ওরফে বাবলা (৪৩)। প্রত্যেকেই আমডাঙা থানা এলাকার বাসিন্দা। ১মার্চ হাই কোর্টের নির্দেশে পর্যাপ্ত পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়। কিন্তু ভূমি রক্ষা কমিটির সদস্যরা বিক্ষিপ্ত ভাবে কাজে বাঁধা দেওয়ায় সম্প্রসারণের কাজ বিঘ্নিত হচ্ছিল। এনিয়ে আমডাঙা থানার তরফে কেস করা হলে এদিন ভূমি রক্ষা কমিটির তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের অন্যতম লাইফ লাইন ১২ নম্বর জাতীয় সড়ক। স্থলপথে যোগাযোগের গতি বাড়াতে প্রয়োজন ছিল সম্প্রসারণ। ২০০৯ সালে এই সংক্রান্ত নোটিস জারি হয়ে কাজও শুরু হয়। কিন্তু আমডাঙার সন্তোষপুর মোড় থেকে রাজবেড়িয়া পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাস্তা জমি জটের কারণে সম্প্রসারণের কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল। এই অংশে ২১টি মৌজায় জমিদাতার সংখ্যা প্রায় ১২ হাজার।

অভিযোগ, এরমধ্যে অনেক জমিদাতা সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা নিয়েছেন। আবার তাঁদের একাংশ ২০১৩ সালের জমি অধিগ্রহণের আইন অনুযায়ী ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন শুরু করে। ফলে এই অংশে থমকে যায় সম্প্রসারণের কাজ। শেষে কলকাতা হাই কোর্টের নির্দেশে ১ মার্চ পর্যাপ্ত পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়। তবে সেখানে বাধা পড়ে। সেই সংক্রান্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement