Advertisement
Advertisement
Murshidabad

জাল নোট পাচারচক্রের পর্দাফাস! সামশেরগঞ্জে দেওর-বউদি-সহ গ্রেপ্তার ৩

ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ।

3 arrested in Murshidabad with fake money
Published by: Subhankar Patra
  • Posted:October 15, 2025 4:07 pm
  • Updated:October 15, 2025 4:13 pm   

শাহজাদ হোসেন, ফরাক্কা: জাল নোট পাচারচক্রের পর্দাফাস করল সামশেরগঞ্জ থানার পুলিশ। দেওর-বউদি-সহ পুলিশের জালে তিন। ধৃতদের থেকে উদ্ধার ৬ লক্ষ টাকার জাল নোট। জাল নোট কোথায় পাচার করা হচ্ছিল? এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মারিয়াম বিবি, খাবির শেখ ও বেলাল হোসেন। মারিয়াম ও বেলাল সম্পর্কে দেওর-বউদি। মঙ্গলবার রাতে সামসেরগঞ্জের ডাকবাংলা তারাপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামে। বুধবার ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।

বুধবার সকালে সামসেরগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া। সঙ্গে ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন, সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, জাল নিয়ে মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের পিছনে আরও কেউ যুক্ত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে মহিলার-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরপর জাল নোট পাচারকারীকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে এত পরিমাণ জাল নোট কোথা থেকে আসছে? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ