Advertisement
Advertisement

Breaking News

North Bengal

নাম বদলে ভারতে বাস! এসএসবির অভিযানে নেপাল সীমান্ত এলাকায় গ্রেপ্তার ৩ বাংলাদেশি

ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ।

3 Bangladeshis arrested at North Bengal
Published by: Subhankar Patra
  • Posted:September 3, 2025 5:26 pm
  • Updated:September 3, 2025 5:29 pm   

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে নাম পরিচয় বদলিয়ে বাস! আলাদা-আলাদা পেশায় যুক্ত হন একই পরিবারের তিন ছেলে। অনুপ্রবেশের অভিযোগে ফের গ্রেপ্তার ৩ বাংলাদেশি। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় এসএসবি। তাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। পরে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার হাতে তাদের তুলে দেওয়া হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমল রায়, গৌতম রায় এবং প্রীতম রায়। কিন্তু ভারতে প্রবেশ করার পর তিনজন নিজেদের পদবি বদলে নেন। ধৃতরা অমল বর্মন, গৌতম বর্মন এবং প্রীতম বর্মন পরিচয় দিতে থাকেন। তারা বাংলাদেশের জলঢাকার শিমুলবাড়ির বাসিন্দা। বর্তমানে শিলিগুড়ির খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকায় থাকছিলেন। তিনজনের থেকে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ পেয়েছে পুলিশ।

এসএসবি সূত্রে আরও জানা গিয়েছে, একে একে ভারতে আসার পর তিনজন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়। ২০২৪ সালের ৫ ডিসেম্বর গৌতম রায় কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে প্রথমে ভারতে অনুপ্রবেশ করে। বর্তমানে পানিট্যাঙ্কি এলাকায় ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতে শুরু করেন। প্রীতম সেই বছরই ভারতে আসেন। তবে তিনি বৈধ পাসপোর্ট বানিয়ে এসেছিলেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি বাংলাদেশ ফিরে যাননি। রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত হয় সে। আরেকজন ধৃত অমল রায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চ্যাংড়াবান্ধা হয়ে ভারতে ঢুকেছিল। একটি দর্জির দোকানে কাজ শুরু করে সে।

ধৃতরা কী কারণে ভারতে এসেছিল, কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত তিনজনকে বুধবার আদালতে পেশ করা হয়েছে। তাদের হেফাজতে চাওয়া হয়েছে। জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ