Advertisement
Advertisement
Robbery

এক কোটি টাকার চুলভর্তি গাড়ি নিয়ে চম্পট! পুলিশের জালে সিভিক-সহ তিন

গাড়িতে থাকা চুল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

3 civic volunteer held accused of robbery
Published by: Monishankar Choudhury
  • Posted:August 12, 2025 8:56 pm
  • Updated:August 12, 2025 8:56 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: চুল ভর্তি ট্রান্সপোর্টের গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত এক সিভিক ভলান্টিয়ার-সহ তিনজনকে গ্রেপ্তার করল নাকাশিপাড়া থানার পুলিশ। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের ভোলাডাঙ্গা এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা যায়, গাড়িতে এক কোটি টাকা মূল্যের মাথার চুল ছিল। সবটা নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযুক্তদের আজ মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। কিন্তু কেন এই ঘটনা, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। বিশেষ করে এক কোটি মূল্যের এই চুল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ডাকাতের ঘটনায় আর কে বা কারা জড়িত বা গাড়িটি কোথায় আছে? তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শালিমার স্টেশন থেকে মাথার চুল ভর্তি গাড়ি নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙার উদ্দেশ্যে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। আরও জানা যায়, নাকাশিপাড়া থানা এলাকার ভোলাডাঙ্গার কাছে ব্যবসায়ীদের ওই গাড়ি পৌঁছলে আরেকটি গাড়ি একেবারে আড়াআড়ি ভাবে সেটির পথ আটকে দাঁড়ায়। চুল ভর্তি গাড়ির চালক কিছু বুঝে ওঠার আগেই একদল যুবক তাতে উঠে পড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, শান্তিপুরের কাছে একেবারে মাঝ রাস্তাতেই চালককে নামিয়ে সমস্ত চুল এবং গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। এরপরেই স্থানীয় নাকাশিপাড়া থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এক কোটি টাকা মূল্যের মাথার চুল নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় রীতিমত অবাক হয়ে যান তদন্তকারী আধিকারিকরাও। গভীরে গিয়ে ঘটনার তদন্ত শুরু হয়। তদন্তে নেমে এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃত ওই সিভিকের নাম মোশারফ হোসেন বলে জানা গিয়েছে। বাড়ি ধুবুলিয়ায়। অন্যদিকে ধৃত আরও দুজনের নাম ছইরুদ্দিন শেখ এবং হাসিবুল শেখ। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনকে ইতিমধ্যে দফায় দফায় জেরা করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ