সৌরভ মাজি, বর্ধমান: নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল মালিকের ছেলে-সহ ৩ জনের। গুরুতর অসুস্থ ২ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মাধবডিহি এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের সদস্যরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মাধবডিহিতে জয়ন্ত মালিক নামে একজনের বাড়ির কাজ চলছিল। সেই নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কের পাটা খোলার জন্য প্রথমে দুই শ্রমিক নিচে নামে। কিন্তু তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাঁদের কোনও সাড়া শব্দ মেলেনি। ফলে উপরে থাকা ব্যক্তিদের সন্দেহ হয়। এরপর আরও তিনজন নিচে নামে। তাঁরা উঠছে না দেখে সন্দেহ দৃঢ় হয়। এরপরই ট্যাঙ্ক থেকে একে একে পাঁচজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন জয়দেব মাল, অশোক সাঁতরা (১৮) এবং সুন্দরম মালিক (১৯)। বাকি অসুস্থ দু’জনকে বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়েছে।
সূত্রের খবর, মৃত জয়দেব মাল বাঁকুড়ার বাসিন্দা। এদিকে সুন্দরম মালিক নির্মীয়মাণ ওই বাড়ির মালিকের ছেলে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাসের জেরেই অসুস্থ হয়ে পড়েছেন সকলে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.