প্রতীকী ছবি
অর্ণব দাস, বারাকপুর: রথযাত্রার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইক ও গাড়ির ধাক্কায় মৃত্যু তিনজনের। তার মধ্যে রয়েছেন এক মহিলা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পুরুষ যাত্রীর নাম মোফিজুল মোল্লা। বয়স ২৩। অন্যজন সঞ্জীব দে। বয়স ২৬ বছর। দুই যুবকের বাড়ি রহড়ায়। মহিলার নাম এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিলেন মহিলা-সহ দুই যুবক। সেই সময় পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে একটি পণ্যবাহী লরি। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবক ও মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। মৃতদের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তীব্র যানজট বাধে এলাকায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। চালক ও গাড়িটির খোঁজ করছে পুলিশ। মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অসমর্থিত সূত্র মারফত জানা গিয়েছে, আরোহীদের কারোর মাথায় হেলমেট ছিল না। বারবার সতর্ক করার পরও চালক ও যাত্রীদের হুঁশ ফিরছে না আপেক্ষ পুলিশ কর্তাদের একাংশের। রথযাত্রার দিন মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় শোরগোল এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.