Advertisement
Advertisement
Chapra

চাপড়ায় তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি! ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ভিলেজ পুলিশ-সহ ৪

ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে।

4 arrested for allegedly harassing TMC leader in Chapra

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:July 9, 2025 4:18 pm
  • Updated:July 9, 2025 4:22 pm   

রমণী বিশ্বাস, তেহট্ট: তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি! ধর্ষণের চেষ্টার অভিযোগ। গ্রেপ্তার এক ভিলেজ পুলিশ-সহ চার। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া এলাকায়। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেত্রী গত ৪ জুলাই রাতে চাপড়া রানাবন্ধ এলাকা থেকে খ্রিস্টানপাড়ায় যাচ্ছিলেন। সেই সময় অমিত পাল নামে ওই ভিলেজ পুলিশ মহিলার হাত ধরে টানাটানি করে। এবং কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। মহিলা কোনওমতে হাত ছাড়িয়ে বাড়িতে দৌড়ে পালিয়ে যান। অভিযোগ, সেখানেও হানা দেন অভিযুক্ত ভিলেজ কর্মী। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন মহিলা। তারপর মহিলা চাপড়া থানায় ফোন করে বিষয়টি জানান। পুলিশ এলে অভিযুক্ত অমিত পালিয়ে যান।

নির্যাতিতা মহিলা আরও অভিযোগ জানিয়েছেন, তাঁকে বিষয়টি মিটিয়ে নিতে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি থানায় লিখিত অভিযোগ জানান। তারপরই ওই ভিলেজ পুলিশকে গ্রেপ্তার করে চাপড়া থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, ফকির মাজদি, ভজন দাস ও জয় পাল নামে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মহিলাকে হুমকি দিয়েছেন।

অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রাতে প্রথমে ভিলেজ পুলিশ ও রাতে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ বুধবার জেলা আদলতে পেশ করে পুলিশি হেফাজতে চেয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ