ফাইল ছবি।
শংকরকুমার রায়, রায়গঞ্জ: খেলতে-খেলতে মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ার চাত্রাগজ এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা শিশুদের মাটি তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা চারশিশুকে মৃতবলে ঘোষণা করে।
চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। সেই নিকাশিনালা বড় করার জন্য জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। বিএসএফের অধীনে নো ম্যান ল্যান্ডে কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। নতুন করে নালা তৈরির কাজ চলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিল বাসিন্দারা। ওই সময় ৬-১৪ বছরের বাচ্চারা খেলছিল সেখানে। খেলার ছলে দৌড়তে-দৌড়তে নিচে পড়ে যায়।
আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায়। মাটির তলায় চাপা পড়ে যায় পর পর চার শিশু। স্থানীয় মানুষজন শিশুদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে মৃত বলে ঘোষণা করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিএসএফ জওয়ানরা পৌঁছেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.