প্রতীকী ছবি
বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: কাশ্মীরের পহেলগাঁওয়ে জেহাদি হামলার পর থেকেই সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে আধা সামরিক বাহিনী। আর সেই নজরদারি চালিয়ে নেপাল সীমান্ত থেকে ছ’জন মায়ানমারের নাগরিককে আটক করল সীমান্ত সুরক্ষা বল (এসএসবি)। শনিবার রাতে তাদের পানিট্যাঙ্কি মোড় থেকে আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃত মায়ানমারের নাগরিকরা ২০২২-২০২৩ সাল নাগাদ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতের মিজোরামে প্রবেশ করে। পরে দিল্লি থেকে জাল আধার ও ভোটার আইডি কার্ড তৈরি করে। ধৃতদের মধ্যে একজনের প্যান কার্ডও রয়েছে। মায়ানমারের ওই নাগরিকরা নাগাল্যান্ডের ওখার ভানখাউসিং-এর ‘উইটার থিওলজিক্যাল কলেজ’-এ ধর্মতত্ত্বের ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হয়েছিল। তারা একই কলেজের ভারতীয় ও নেপালি সহপাঠীদের সঙ্গে ছুটিতে শিলিগুড়িতে এসেছে। তারা নেপাল পার হয়ে বিরতা মোড়ের হ্যাপি ল্যান্ড অ্যাডভেঞ্চার পার্কে যাওয়ার চেষ্টা করছিল। তার আগেই তাদের গ্রেপ্তার করল এসএসবি।
কী কারণে তারা ভারতে ঢুকেছিল, জেরা করে তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি জাল আধার-ভোটার ও প্যান কার্ড তৈরিতে কারা তাদের সাহায্য করেছিল, তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, তাদের জেরা করে চক্রের বাকিদের এবং আরও অনুপ্রবেশকারীদের হদিশ মিলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.