Advertisement
Advertisement
Siliguri

হাতে ভারতীয় পাসপোর্ট! শিলিগুড়িতে আটক ৬ নেপালি তরুণী, ফাঁস নারীপাচারের অভিনব কৌশল

ঘটনায় গ্রেপ্তার ২ পাচারকারী।

6 Nepali girl detain in Siliguri before being trafficked

উদ্ধার হওয়া তরুণীরা।

Published by: Suhrid Das
  • Posted:August 2, 2025 2:50 pm
  • Updated:August 2, 2025 3:12 pm   

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: নেপাল থেকে তরুণীদের কাজের টোপ দিয়ে পাচারের পরিকল্পনা চলছিল। ভারত-নেপাল সীমান্তে এসএসবি তৎপরতায় উদ্ধার হলেন ওই ছয় তরুণী ও এক নাবালিকা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ওই তরুণীদের থেকে ভারতের জাল আধার, ভোটার কার্ড ও পাসপোর্ট উদ্ধার হয়েছে। সন্দেহ না হওয়ার জন্য পাচারকারীরা জাল পরিচয়পত্রও তৈরি করছে নারীপাচারের উদ্দেশ্যে! তেমনই মনে করছেন তদন্তকারীরা। শুক্রবার রাতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় এসএসবি জওয়ানরা ওই তরুণীদের উদ্ধার করেন। ঘটনায় গ্রেপ্তার ২ পাচারকারী। ধৃতদের জেরা করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement

শুক্রবার রাতে সীমান্তে এসএসবি জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেসময় একটি গাড়িতে তরুণীদের দেখে সন্দেহ হয়। গাড়ি থামিয়ে চলে জিজ্ঞাসাবাস। তরুণীদের থেকে পাওয়া যায় ভারতের ভোটার, আধার কার্ড ও পাসপোর্ট। যদিও কথাবার্তায় অসঙ্গতি দেখা যায়। ওই গাড়িতে থাকা দুই ব্যক্তিদের দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাঁদের জিজ্ঞাসাবাসে শেষপর্যন্ত আসল তথ্য সামনে আসে। জানা যায়, ওই তরুণীরা নেপালের বাসিন্দা। কাজের টোপ দিতে তাঁদের নেপাল থেকে আনা হয়েছিল। ভারতে যাতে সন্দেহ না হয়, সেজন্য এদেশের জাল আধার, ভোটার কার্ড, পাসপোর্টও তৈরি করা হয়েছিল।

আরও জেরা করে জানা যায়, ওই ৬ তরুণী ও নাবালিকাকে পাচার করার পরিকল্পনা ছিল। নেপাল থেকে ভারত হয়ে হংকং নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। কাজ দেওয়ার নাম করে তাঁদের পাচার করা হচ্ছিল বলে খবর। এরপরই ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম দীপেশ গুরুং, এবং জাপান গুরুং। দীপেশের বাড়ি দার্জিলিংয়ে। জাপান গুরুং নেপালের বাসিন্দা। তাঁদের ধারাবাহিক জেরা শুরু করেছেন তদন্তকারীরা। নারীপাচারের জন্য ভারতের নকল ভোটার, আধার কার্ড, পাসপোর্ট তৈরি হচ্ছে! এই অভিনব কৌশল ভাবাচ্ছেন তদন্তকারীদের। সাধারণত জাল পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে আসে। সেই ঘটনা সামনে এসেছে। এবার নারীপাচারের জন্য জাল পরিচয়পত্রও তৈরি হচ্ছে! কারা এই চক্রের সঙ্গে জড়িয়ে? কীভাবে এই জাল পরিচয়পত্র তৈরি হচ্ছে? সেই বিষয় জানার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ওই ৬ তরুণী ও এক নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করেও তথ্য পাওয়ার চেষ্টা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ