প্রতীকী ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: গৃহকর্ত্রী বাড়িতে একা থাকার সুযোগে লুটপাট চালাতে ঘরে ঢোকে এক দুষ্কৃতী। সেই কাজে বাধা পেয়ে ৬৫ বছরের বৃদ্ধা ধর্ষণ করল সেই দুষ্কৃতী! শনিবার সকালে বারুইপুরের এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, এদিন সকালে প্রাতঃভ্রমণে বের হন ওই বৃদ্ধার স্বামী। ছেলে ও পুত্রবধূও বাড়িতে ছিলেন না। ফলে বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধ। একা থাকার সুযোগে বাড়িতে ঢোকে এক দুষ্কৃতী। লুটপাট চালাতে গিয়ে বাধা পায় সে। এরপরই বৃদ্ধার উপর ছুরি নিয়ে হামলা চালায়। এমনকী মারধর করার পর বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়ির একতলাতে থাকতেন বৃদ্ধা ও তাঁর স্বামী। দোতালায় থাকেন তাঁর ছেলে ও পুত্রবধূ। প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বৃদ্ধার স্বামী। বাড়ির দরজাও খোলা ছিল সেসময়। সেই সুযোগেই এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে বৃদ্ধার কাছে আলমারির চাবি চায় সে। ওই বৃদ্ধা এর প্রতিবাদ করলে মারধর করা হয় তাঁকে। বৃদ্ধার আংটি ও বালা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাঁকে শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর পরিবারের তরফে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই বৃদ্ধার শারীরিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন। এদিকে দিনের আলোর এমন ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.