Advertisement
Advertisement
Siliguri

গাড়িতে পাচার হচ্ছিল ৫ কোটি টাকার নিষিদ্ধ মাদক! পুলিশের হাতে গ্রেপ্তার ৭

অন্যদিকে, উলুবেড়িয়ায় ফল বোঝাই গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা।

7 arrested by police for smuggling drugs worth 5 crore in Siliguri

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 1, 2025 9:27 pm
  • Updated:May 1, 2025 9:52 pm  

বিশ্বজ্যোতি ভট্টাচার্য ও মনিরুল ইসলাম: অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। পাচারের আগে উদ্ধার ৪ কেজি নিষিদ্ধ মাদক। শিলিগুড়ির নৌকা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। বমাল গ্রেপ্তার সাত জন। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তুললে আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সেলিমা খাতুন, বিউটি খাতুন, আনোয়ারা খাতুন, আলিমা খাতুন, মহম্মদ তামিরুল, মহম্মদ রোশন এবং মহম্মদ শামিরুল। প্রত্যেকে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের নিজবাড়ি এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ব্রাউন সুগার একটি চার চাকার গাড়িতে মালদহ থেকে নিয়ে আসা হচ্ছিল। শিলিগুড়িতে হাত বদলের ছক ছিল।  ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা দেখছে পুলিশ।

অন্যদিকে, উলুবেড়িয়ায় ফল বোঝাই গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পাচারের আগে ধরল পুলিশ। প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে। ৫ গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া থানা এলাকার বীরশিবপুরে মুম্বাই রোডে এই ঘটনা ঘটে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ জানিয়েছে গাঁজা ওড়িশা থেকে নিয়ে আসা হচ্ছিল। তবে কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement