Advertisement
Advertisement
Serampore

ক্রেতা সেজে দোকানে রেইকি! ৮০ গ্রামের সাত সোনার হার ছিনতাই শ্রীরামপুরে

ভাইরাল সেই ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ।

7 gold chains looted in Serampore
Published by: Paramita Paul
  • Posted:June 5, 2025 10:52 am
  • Updated:June 5, 2025 10:52 am   

সুমন করাতি, হুগলি: ক্রেতা সেজে একই দোকানে বারবার রেইকি! সুযোগ বুঝে আট লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর। শ্রীরামপুরের বউবাজার এলাকার এই ঘটনার ভাইরাল সেই ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ।

Advertisement

২৮ মে সন্ধ্যা সাতটা নাগাদ প্রায় ৮০ গ্রাম ওজনের সাতটি সোনার চেইন ছিনিয়ে নেয় দুষ্কৃতী। জানা গিয়েছে, ওইদিন সন্ধেয় দোকান ফাঁকাই ছিল। সেই সময় এক যুবক আসে। সোনার দোকানের মহিলা কর্মীকে বলে, আগের দিন নিয়ে যাওয়া সোনার হার বদল করবে। কর্মী সোনার হারের গোছা নিয়ে দেখাতে যাওয়ার সময় তাঁর হাত থেকে চেইনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেয় ওই দুষ্কৃতী। সোনার দোকানদার জানান, গত ১৪ তারিখে এক অচেনা ব্যক্তি একটি রুপোর হার কেনেন। এর পর ফের ২৫ তারিখে একটি রুপোর আঙটি কেনেন। ফের ২৮ তারিখ দোকানে এসে সোনার হার দেখতে চায়। মহিলা কর্মী হার বের করতেই তাঁর হাত থেকে সাতটি হাত ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী।

দোকান মালিক কমল পাল বলেন, “প্রায় ৮ লক্ষ টাকার হার ছিল। এরপরই খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।”এ বিষয়ে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, “তদন্ত চলছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে। আগেও ওই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সিসি ক্যামেরায় মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। তাই দুষ্কৃতী ধরা পড়বেই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ