Advertisement
Advertisement

Breaking News

Rape

খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! পুলিশের জালে অভিযুক্ত প্রতিবেশী

অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরা।

A 11 Year old girl allegedly physically assaulted by neighbour

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 28, 2023 5:58 pm
  • Updated:September 28, 2023 5:58 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো ধারায় দায়ের হয়েছে মামলা।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাসিন্দা বছর ১১-এর ওই নাবালিকা। নির্যাতিতার মা জানিয়েছেন, বুধবার সন্ধ্যাবেলা খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী বাসুদেব জাটুয়া নামে এক যুবক নাবালিকাকে ডাকে। সেও খাবারের আশায় চলে যায়। অভিযোগ, এলাকার একটি খড়ের গাদায় নাবালিকার উপর অত্যাচার চালায় অভিযুক্ত বাসুদেব। পরে অসুস্থ অবস্থায় নাবালিকা বাড়ি ফিরলে মায়ের সন্দেহ হয়।

[আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশের সময় হাতেনাতে ধরা, বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর]

পরবর্তীতে নাবালিকা নিজেই মায়ের কাছে গোটা ঘটনাটি জানায়। রাতেই পুলিশে লিখিত অভিযোগ জানান নির্যাতিতার মা। রাতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয়েছে ধৃতকে। অভিযুক্ত যুবকের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা। এদিকে নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।

[আরও পড়ুন: রাজ্যের দুই প্রান্তে জোড়া দুর্ঘটনা, হুগলিতে প্রাণ গেল যুবকের, জলপাইগুড়িতে বাসে আগুন জনতার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement