Advertisement
Advertisement
App

লক্ষ্য নারী সুরক্ষা নিশ্চিত করা, বিশেষ অ্যাপ তৈরি করে তাক লাগাল বোলপুরের নাবালক

কী বলছে ওই নাবালক?

A 11 years old boy creat a App to protect woman
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 4, 2025 4:14 pm
  • Updated:May 4, 2025 10:42 pm   

দেব গোস্বামী, বোলপুর: ছোট বোনের সুরক্ষার কথা মাথায় রেখেই মাত্র ১১ বছর বয়সে ‘হিউম্যান ম্যানেজমেন্ট রেসকিউ সিস্টেম’ বা আরএল সিস্টেম বানিয়ে তাক লাগিয়ে দিল লাভপুরের খুদে পড়ুয়া অনুরাগ মজুমদার। কলকাতার বিখ্যাত নিউরোসায়েন্টিস্টের থেকে এর জন্য আগে পুরস্কারও পেয়েছিল সে। এবার স্বীকৃতি মিলল এশিয়াটিক সোসাইটির বিশেষ কর্মশালার সুযোগের মাধ্যমেই।

Advertisement

গত শুক্রবার, লাভপুর ব্লক প্রশাসনের তরফে সম্মানা জানানো হয় অনুরাগকে। এদিন অনুরাগের হাতেই এই কর্মশালার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, বিডিও শিশুতোষ প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা খাতুন প্রমুখ। অনুরাগ মজুমদারের কথায়, “বড় হয়ে আমি বিজ্ঞানী হতে চাই। ভবিষ্যতে মহিলাদের সুরক্ষা দিতেই নানা ভাবনা চিন্তা রয়েছে। আমার মোবাইল অ্যাপের মাধ্যমেও জরুরিকালীন অবস্থায় সুরক্ষা পেতে পারেন সকলেই। আমার পাশে।

অনুরাগ মজুমদারের কথায়, “বড় হয়ে আমি বিজ্ঞানী হতে চাই। ভবিষ্যতে মহিলাদের সুরক্ষা দিতেই নানা ভাবনা চিন্তা রয়েছে। আমার মোবাইল অ্যাপের মাধ্যমেও জরুরিকালীন অবস্থায় সুরক্ষা পেতে পারেন সকলেই। আমার পাশে দাঁড়িয়েছেন লাভপুরে পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও লাভপুরের বিধায়ক এবং ব্লক প্রশাসন।” বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, “অনুরাগের সাফল্য গর্বিত। তাঁর পরিবারের পাশে থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ