Advertisement
Advertisement
Nadia

স্কুলে যাওয়ার পথে ৭ বছরের ছাত্রীকে পিষল ডাম্পার, চাকদহে শিশুর মৃত্যুতে তুমুল বিক্ষোভ

মর্মান্তিক দুর্ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

a child died in a road accident in Nadia

আটক ডাম্পার। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:February 8, 2025 12:57 pm
  • Updated:February 8, 2025 1:08 pm   

সুবীর দাস, কল্যাণী: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত বছরের স্কুলছাত্রীর। বাড়ির সামনেই তাকে পিষে দিয়ে গেল দ্রুত গতিতে আসা একটি ডাম্পার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে, নদিয়ার চাকদহ থানার শিমুরালির রাউতাড়িতে। ঘটনার পর থেকেই এলাকায় বিক্ষোভ দেখা দেয়। রাস্তা আটকে বিক্ষোভ চলতে থাকে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ওই  শিশুর নাম প্রীতি ঘোষ, বয়স আনুমানিক সাত বছর। এদিন সকালে তাঁর স্কুল ছিল। স্কুলে যাওয়ার আগে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিল ওই ছাত্রী। সেসময় দ্রুত বেগে ছুটে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা মেরে পিষে দেয়। ঘটনায় প্রথমে সকলেই হতবাক হয়। পরে রাস্তায় নেমে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ না হওয়ার কারণে এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকদহ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। ওই ছাত্রীর পরিবারের সঙ্গেও তাঁরা কথা বলেন। বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার রাস্তা যথেষ্ঠ সংকীর্ণ। সেখানে অনেক বেশি গতিতে গাড়ি চলাচল করে। মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হবে। সেই কথা জানিয়েছে চাকদহ থানার পুলিশ।

জানা গিয়েছে, ওই ছাত্রীর মা আগেই মারা গিয়েছেন। বাবা গৌতম ঘোষ ও জ্যাঠা-জেঠিমার কাছে বড় হচ্ছিল সে। মর্মান্তিক দুর্ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ওই ডাম্পার ও গাড়ির চালককে আটক করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ