ছবি: দেবু মালাকার
সঞ্জিত ঘোষ, নদিয়া: আর পাঁচটা দিনের মতো সকালে নিজেদের কাজ করছিলেন মৎস্যজীবীরা। নদীর পাড়ের কাছে যেতেই চোখ কপালে ওঠে তাঁদের। বসন্তের মিষ্টি রোদে গা এলিয়ে পড়ে আছে ‘জলের রাজা’ কুমির(Crocodiles)! মঙ্গলবার সকালে নদিয়া ধুবুলিয়া(Dhubulia) বহিরদ্বীপ এলাকায় দেখা মেলে তার।
খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। খবর যায় বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। কর্মীরা জানান, এই ধরনের কুমিরকে নিয়ে আতঙ্কের কিছু নেই। কারণ এরা স্বচ্ছ জলের কুমির। সাধারণত মাছ খায়। এর থেকে শুধু দূরত্ব বজায় রাখলেই হবে। ভাগীরথীতে অবশ্য এই প্রথম নয়। আগেও কয়েক বার কুমির দেখা গেছে মিষ্টি জলে। গত বছরে নদিয়া, মুর্শিদাবাদের (Murshidabad) বেশ কিছু জায়গায় বার বার দেখা যাচ্ছিল একটি কুমিরকে।
শেষে বিস্তর কাঠখড় পোড়ানোর পর তাকে ধরতে সক্ষম হয় বনদপ্তর। তাছাড়া কিছু দিন আগেই বর্ধমানের কালনা (Kalna) শহরের মধ্যে রাস্তায় ঘুরতে দেখা যায় বিশাল আকারের একটি কুমিরকে। শেষে ধরে নিয়ে যায় বনদপ্তর। কুমির বার বার লোকালয়ে ও ভাগীরথীর অগভীর এলাকায় চলে আসায় আতঙ্কিত ধুবুলিয়া ও পাশের এলাকা নবদ্বীপের বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.