বিক্রম রায়, কোচবিহার: সীমান্তে চাষের কাজ করতে গিয়ে বাংলাদেশিদের সঙ্গে বচসা! যার পরিণতি হল ভয়ংকর। অভিযোগ, ওপার বাংলার দুষ্কৃতীরা অপরহণ করেছে ওই কৃষককে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কোচবিহারের শীতলকুচি এলাকায়।
জানা গিয়েছে, অপহৃত ব্যক্তির নাম কৃষ্ণ বর্মণ। শীতলকুচিতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় তাঁর বেশ কিছুটা জমি রয়েছে। সেখানে চাষ করেন তিনি। অভিযোগ, প্রায়ই ওপার বাংলা থেকে ইচ্ছে করে গরু-ছাগল ঢুকিয়ে দেওয়া হয় তাঁর জমিতে। নষ্ট করে দেওয়া হয় ফসল। কখনও আবার কেটে নিয়ে যাওয়া হয় ফসল। অন্যান্যদিনের মতোই সোমবারও জমিতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সঙ্গে ছিলেন তাঁর ভাগ্নে। ওই যুবকের দাবি, এদিন জমিতে গিয়ে কাঁটাতারের ওপারে থাকা বাংলাদেশিদের তাঁর মামা প্রশ্ন করেন, কেন বারবার জমিতে গরু-ছাগল ঢুকিয়ে দেওয়া হয়। তা নিয়েই চরমে ওঠে বচসা।
অভিযোগ, কথাকাটাকাটির মাঝেই ওপ্রান্ত থেকে বেশ কয়েকজন এসে কৃষ্ণকে তুলে নিয়ে চলে যায়। কী করবেন বুঝতে পারেননি কৃষ্ণের ভাগ্নে। প্রথমে পরিবারের সদস্যদের, তারপর বিএসএফকে বিষয়টা জানানো হয়। এরপরই কৃষ্ণকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বিএসএফ। বিজিবির সঙ্গে দফায় দফায় বৈঠক চলে। অবশেষে সন্ধ্যায় কৃষ্ণকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি। কিন্তু জওয়ানরা থাকা সত্ত্বেও এহেন ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.