আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের।
সঞ্জিত ঘোষ,নদিয়া: লোকসভা (Lok Sabha Election) ভোটের ঘণ্টা বাজিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। দেশে জারি হয়েছে আর্দশ আচরণ বিধি (code of conduct)। পুলিশ-প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। অপরাধ ও অপরাধীদের আটকাতে রুখতে কঠোর হচ্ছে সব রাজ্যের পুলিশ। ভোট ঘোষণার পরের দিনই বড় সাফল্য পেল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে তারা।
নদিয়া (Nadia) জেলার অনেকটা জুড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত (Bangladesh Border)। সীমান্ত এলাকার হাঁসখালির অঞ্চলের গাড়াপোতা এলাকা থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসার অভিযোগে একদল বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ (West Bengal police)। জানা গিয়েছে, সেই দলে রয়েছে তিনজন মহিলা ও ছয় জন পুরুষ।
গোপন সূত্রে খবর পেয়ে, গাড়াপোতা এলাকায় হানা দেয় পুলিশ। অভিযান চালাতেই বিশেষ সাফল্য হাঁসখালি থানা পুলিশের। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলাচ্ছে পুলিশ। তাঁরা কীভাবে এ দেশে এলেন, তাঁদের উদ্দেশ্যই বা কী, সব কিছুই খতিয়ে দেখছে হাঁসখালি থানা। আজ সকালে আদালতে তোলা হলে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.