Advertisement
Advertisement
Malda

গাছের ডাল নিয়ে বচসার জের! মালদহে দাদার হাতে ‘খুন’ ভাই

খুনের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

A Malda youth allegedly killed by elder brother

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 19, 2025 5:46 pm
  • Updated:January 19, 2025 5:46 pm  

বাবুল হক, মালদহ: সামান্য বচসার পরিণতি হল ভয়ংকর! দাদার হাতে প্রাণ গেল মালদহের পুখুরিয়ার ঘাসিনগরের যুবকের। ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

মালদহের পুখুরিয়া থানার ঘাসি নগর এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার। তাঁর বয়স ২৫ বছর। পরিবার ও পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় দীপঙ্কর তাঁর বাড়ির একটা জায়গায় আম গাছের ডাল রেখেছিলেন। তাতেই সমস্যার সূত্রপাত। তাঁর দাদা কমল সরকার হঠাৎ করেই গাছের ডাল বাড়ির বাইরে ফেলে দেয়। দীপঙ্করের স্ত্রী প্রতিবাদ করতেই তাঁকে অকথ্য ভাষায় কমল গালিগালাজ করে বলে অভিযোগ। পালটা ফুঁসে ওঠে দীপঙ্কর। আর তার জেরে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ।

অভিযোগ, সেই সময় ঘর থেকে ধারালো অস্ত্র বের করে কমল দীপঙ্করের উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় দীপঙ্করকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন রবিবার সকালে দীপঙ্করের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত কমল পলাতক বলে খবর। খুনের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement